স্কলারশিপ তথ্য

আবেদন করুন স্টুডেন্ট স্কলারশিপে এবং পেয়ে যান আর্থিক অনুদান । Student Scholarship 2022 apply

কেন্দ্রীয় সরকারের শ্রমিক কর্মচারী সমিতি সমূহের কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে স্টুডেন্ট স্কলারশিপ দেওয়া হয়ে থাকে প্রতিবছর। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

• কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?
দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা যারা মাধ্যমিক , উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ৩১ শে ডিসেম্বের,২০২১ এর মধ্যে উত্তীর্ণ হয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তাদের পরবর্তী স্তরে লেখাপড়া চালিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে এই স্কলারশিপ দেওয়া হবে।

• অন্য কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না।

• স্টুডেন্ট স্কলারশিপ ২০২২ এ আবেদনের শেষ তারিখ:- ২২ শে মার্চ, ২০২২

• আবেদন পদ্ধতি:- এই স্কলারশিপে আবেদন করতে হবে অফলাইনে। একটি A4 সাইজের কাগজে আবেদনকারীর নাম, ঠিকানা, বাবার নাম, আবেদনকারী কোন ক্লাসে পড়ে, প্রিভিয়াস পাঠক্রমের পরীক্ষার তারিখ ও প্রাপ্ত নাম্বার উল্লেখ করে একটি দরখাস্ত করতে হবে। এই দরখাস্তে লিখতে হবে যে আবেদনকারী আর অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছে না। এই দরখাস্তের নিচের দিকে কি কি ডকুমেন্ট দেওয়া হচ্ছে তা উল্লেখ করতে হবে। এই দরখাস্ত নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

• এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
(১) পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি,
(২) প্রিভিয়াস ইয়ার মার্কশিটের ফটোকপি,
(৩) ইনকাম সার্টিফিকেট,
(৪) নতুন পাঠক্রমে ভর্তি হওয়ার প্রমাণ,
(৫) অন্য কোনো সরকারি স্কলারশিপ না পাওয়ার প্রমাণ।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- কেন্দ্রীয় সরকারি শ্রমিক কর্মচারী সমিতির সমূহের কো-অর্ডিনেশন কমিটি, পঃবঃ, ৬৭ বি , মলঙ্গা লেন, কলকাতা- ৭০০০১২

• কারা কারা এই স্কলারশিপটি পাবে?
পারিবারিক বার্ষিক আয় ও রেজাল্টের ভিত্তিতে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়। কিছু নির্দিষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রীরাই নির্বাচিত হয় এবং তাদেরকেই এই স্কলারশিপটি দেওয়া হয়।

• এই স্কলারশিপ সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে 8240076369/ 9433776200/8017373548 এই হেল্প লাইন নাম্বারে ফোন করা যাবে।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

খবরটি ছড়িয়ে দিন সকলের মধ্যে। এরকমই আরও সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button