সরকারের নতুন প্রকল্প, মেয়ের বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা নেই, আপনি কিছু দেবেন বকিটা দেবে সরকার – Sukanya Samriddhi Yojana.
সরকারের এই নতুন প্রকল্পে কীভাবে পাবেন এই টাকা জানতে হলে পড়ুন বিস্তারিত।
মেয়ের বিয়ে, পড়াশোনা নিয়ে চিন্তার দিন শেষ। Sukanya Samriddhi Yojana এর মতো একগুচ্ছ নতুন প্রকল্প নিয়ে হাজির কেন্দ্রের সরকার। কন্যা সন্তান যাদের তাদের প্রত্যেকেরই চিন্তা মেয়েকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি তাদের বিয়ের বড়ো খরচ। ২০২৩ সালে মেয়েদের নিয়ে ভাবনা চিন্তার পরিসর অনেকটা পাল্টেছে। দেশের সরকার চাইছে অর্ধেক এর বেশি অধিবাসী স্বনির্ভর হোক।
Sukanya Samriddhi Yojana Calculator:
এখনের প্রায় বেশি বাবা মা চাইছে তাদের মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিকভাবে স্বাধীন হোক তারপর বিয়ে। কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার খরচ মধ্যবিত্ত, নিম্নবিত্তের চালানোর সাধ্য নেই। এই অবস্থায় কেন্দ্র রাজ্য প্রত্যেকেই বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু রেখেছে। তেমনই কেন্দ্রের একটি প্রকল্প সুকন্যা সমৃদ্ধি। যেখানে আপনি বছরে প্রায় ৭.৬ শতাংশ রিটার্ন পাবেন প্রতি বছরে। অল্প টাকার বিনিময়ে আপনার মেয়ের ভবিষ্যত সুনিশ্চিত করুন।
আপনি আয়ের একটা অংশ Sukanya Samriddhi Yojana প্রকল্পে বিনিয়োগ করুন শুধুমাত্র। যেকোনো ব্যাঙ্কের FD এর থেকেও বেশি রিটার্ন এখানে। আপনি যদি মাসে ১০ হাজার টাকা দেন তাহলে একবছরে ১লাখ ২০০০০ টাকা পাবেন। ১৫ বছর আপনি টোটাল দেবেন১৮ লাখ টাকা। আপনি যদি এবছরই বিনিয়োগ শুরু করেন ২০৪৪ সালে আপনি ম্যাচিউরিটি পাবেন। পনেরো বছরে আপনি দশ হাজার টাকা দিলে প্রায় ৫৩ লাখ টাকা পাবেন।
তাই আর সময় নষ্ট না করে মেয়ে সন্তান হলে এখনই সুকন্যা সমৃদ্ধিতে (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট খুলুন। আপনাকে তাহলে আর ভাবতে হবেনা মেয়ের ভবিষ্যত। সে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াল খরচ বা বিয়ের খরচ যাই হোক না। কেন্দ্র ছাড়াও রাজ্যের রুপশ্রী প্রকল্প ও আছে যেখানে আপনি মেয়ের বিয়ের পয়সা পেতে পারেন।