সরকারি প্রকল্প

সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে নিজের কন্যার নাম নথিভুক্ত করুন এবং তার ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন

 

%25E0%25A6%25B8%25E0%25A7%2581%25E0%25A6%2595%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE %25E0%25A6%25B8%25E0%25A6%25AE%25E0%25A7%2583%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25A7%25E0%25A6%25BF %25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%259C%25E0%25A6%25A8%25E0%25A6%25BE %25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%25B2%25E0%25A7%258D%25E0%25A6%25AA sukanya samriddhi yojana
আজ আমরা আলোচনা করবো কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার কন্যাসন্তানদের জন্য এই প্রকল্পের উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও,বেটি পড়াও এর আওতায় এই যোজনা চালু করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য কন্যা সন্তানদের ভবিষ্যৎ সমৃদ্ধি করা। 


○ কিকরে অ্যাকাউন্ট খোলা যায়ঃ- আপনার কন্যা সন্তানের বয়স যদি ১০ বছরের কম হয় তবে আপনি এই যোজনায় আবেদন করতে পারেন। এবং ম্যাচিয়র হলে এই প্রকল্প থেকে ৭৯ লক্ষ্ টাকা পর্যন্ত পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের আর যেসমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায় এই প্রকল্প থেকে।


○ কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেনঃ- এই প্রকল্পের অ্যাকাউন্ট শুধুমাত্র মেয়ের পিতা অথবা মাতা খুলতে পারবেন। 


○ কজন মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবেঃ- শুধুমাত্র দুটি কন্যার জন্যই এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। একইসঙ্গে যমজ বা ত্রয়ী সন্তানের জন্ম হলে তার নিয়ম আলাদা। 

সুরক্ষা বীমা যোজনা কি? এবং এতে কিকরে আবেদন করবেন?

○ মেয়ের কত বছর হলে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেনঃ- মেয়ের ১০ বছর হওয়া পর্যন্ত, অর্থাৎ দশ বছর বা তার কম বয়স হলে আপনি আপনার মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।


○ কত টাকা করে টাকা জমা করতে হয়ঃ- সর্বনিম্ন ২৫০ টাকা আপনি জমা করতে পারেন আপনার অ্যাকাউন্টে। এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা। আপনি বছরে যতবার ইচ্ছা টাকা জমা করতে পারবেন। অর্থাৎ আপনি একবছরে ২৫০ টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। ২৫০ টাকার কমে জমা করলে পেলান্টির সন্মুখীন পরতে হতে পারে।

○ টাকা জমা করবার পদ্ধতিঃ- আপনি চাইলে নগদ, চেক বা ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করতে পারবেন তাছারাও ই-ট্রান্সফারের সুবিধা রয়েছে।


লক্ষীর ভান্ডার প্রকল্পের লিস্টে আপনার নাম উঠেছে কি? দেখে নিন, টাকা কবে থেকে পাবেন


○ অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকোমেন্সঃ- এই অ্যাকাউন্ট খুলতে আপনার কিছু ডকোমেন্সের প্রয়োজন পরবে সেগুলি হলো, 

ক) মেয়ের জন্ম প্রমানপত্র

খ)অভিভাবকের ঠিকানার প্রমানপত্র 

গ) অভিভাবকের ছবি সহ প্রমানপত্র। এক্ষেত্রে আধার কার্ড ভোটার কার্ড, প্যান কার্ড বিভিন্ন জিনিস গ্রহনযোগ্য।

○ অ্যাকাউন্টের মেয়াদঃ- কন্যাসন্তানের ২১ বছর বা ১৮ বছর পর্যন্ত অ্যাকাউন্টের মেয়াদ থাকবে।


○ কত টাকা পাওয়া যায়ঃ- আপনি বছরে যা জমা করবেন তার ওপর ভিত্তি করে আপনাকে সর্বশেষে টাকা দেওয়া হবে। এখান থেকে সর্বাধিক টাকা পাওয়া যায় ৭৯ লাখ টাকা।


যুবশ্রী প্রকল্পে নিজের নাম নতিভুক্ত করুন এবং পেয়ে যান প্রতি মাসে ১৫০০ টাকা।


• এরকম আরো খবর পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- LINK

 প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button