সরকারি প্রকল্প

সুরক্ষা বীমা যোজনা কি? এবং এতে কিকরে আবেদন করবেন?

 

সুরক্ষা বীমা যোজনা, suraksha bima yojana

সুরক্ষা বীমা যোজনা প্রধানমন্ত্রীর একটি বীমা যোজনা। এর আওতায় আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এর বিস্তারিত। 


○ আপনার বয়স যদি ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হয তবে আপনি এই যোজনায় অংশ গ্রহন করতে পারবেন।এই যোজনায আপনাকে প্রতিমাসে ১ টাকা করে জমা করতে হয় অর্থাৎ বছরে ১২ টাকা। 


এই যোজনার আন্ডারে তিন ক্ষেত্রে আপনাকে টাকা দেওয়া হবে- 

○ অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু হলে আপনার পরিবারকে দুলক্ষ টাকা দেওয়া হবে।

○ অ্যাক্সিডেন্টে আপনি গুরুতর ভাবে বিকলাঙ্গ হলে দুটো চোখ, বা দুটো হাত, বা দুটো পা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেলে দুলক্ষ টাকা দেওয়া হবে।

○অ্যাক্সিডেন্টে ব্যাক্তি সাধারন ভাবে আঘাত পেলে ব্যাক্তিকে ১ লাখ টাকা দেওযা হবে। 


লক্ষীর ভান্ডার প্রকল্পের লিস্টে আপনার নাম উঠেছে কি? দেখে নিন, টাকা কবে থেকে পাবেন


আবেদন পদ্ধতিঃ- 

দুটো পদ্ধতির মাধ্যে এই যোজনায নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। 

 ○ আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে এই যোজনার নাম উল্লেখ করলে সেখান থেকে আপনাকে ফর্ম দেওয়া হবে আপনি সেই ফর্ম পুরন করে ব্যাঙ্কে জমা দিয়ে এই যোজনায় আপনার নাম নথিভুক্ত করতে পারবেন।


○ ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ করে এই যোজনায় আপনার নাম নথিভুক্ত করতে পারবেন।


○ টাকা কাটার নিয়মঃ- একবার নাম নথিভুক্ত করা হলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ১ টাকা করে কেটে নেওয়া হবে।


○ টাকা পাওয়ার পদ্ধতিঃ- টাকা পেতে হলে আপনাকে সেই ব্যাঙ্কে গিয়েই একটি ফর্ম ফিলাপ করতে হবে। এবং তারসঙ্গে গুরুত্বপূর্ণ ডকোমেন্স যুক্ত করে ব্যাঙ্কেই জমা দিতে হবে। এবং সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টেই আপনার টাকা চলে আসবে।


যুবশ্রী প্রকল্পে নিজের নাম নতিভুক্ত করুন এবং পেয়ে যান প্রতি মাসে ১৫০০ টাকা।


• এরকম আরো খবর পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- LINK

• যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button