স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য খুশির খবর, সকলের টাকা ঢুকতে শুরু করেছে । Swami Vivekananda Scholarship Amount is disbursed to account

ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে খুশির খবর। ছাত্র-ছাত্রীরা বহুদিন ধরে স্কলারশিপের অপেক্ষা করে থাকার পর গতকাল থেকে অনেকের টাকা ঢোকা শুরু হয়েছে এবং গতকালের পর আজও অনেকের টাকা ঢুকছে। আশা করা যায়, আগামী দু-তিনদিন এই প্রক্রিয়া চলবে।

আপনি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে থাকেন তবে আপনি সবার প্রথমে আপনার স্ট্যাটাস চেক করুন, যদি আপনার Application Sanctioned (Scholarship Amount Disbursed) এই স্ট্যাটাসটি দেখায় তবে এই লটেই আপনার টাকা ঢোকার সুযোগ রয়েছে।

অনেকের টাকা ঢোকার মেসেস আসার পরও টাকা ক্রেডিট হচ্ছে না সেক্ষেত্রে চিন্তা করবার কোনো কারন নেই। ৪৮ ঘন্টা অপেক্ষা করুন। ঠিক আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।

যাদের স্ট্যটাস এখন Application Approved (Scholarship Amount not Disbursed yet) দেখাচ্ছে তারা অপেক্ষা করুন পরের লটে আপনাদের টাকা ঢোকার সুযোগ রয়েছে।

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অনান্য সমস্ত স্কলারশিপ নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button