স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 – শুরু হচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, বিস্তারিত জেনে নিন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২২-২০২৩ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
কলেজ পড়ুয়াদের জন্য সুখবর। শুরু হচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২২-২০২৩ এর আবেদন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের বহু মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের দারিদ্র্য। এই সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যেসকল স্কলারশিপ রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)
মাধ্যমিক পাশ করার পর থেকে শুরু করে উচ্চশিক্ষা লাভের যেকোনো নতুন স্তরে বা নতুন কোর্সে ভর্তি হওয়ার সময়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করা যায়। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন শুরু হয়ে গিয়েছিলো বহু আগেই। কিন্তু কলেজ পড়ুয়াদের মধ্যে একটি প্রশ্ন ছিলো যে, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে এই স্কলারশিপের জন্য আবেদন শুরু হবে কবে থেকে। আজ এসংক্রান্ত আপডেট নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়েই আমরা আলোচনা করবো আজকের এই পোস্টে।
(ক) কলেজ পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২২-২০২৩ এর আবেদন কবে থেকে শুরু হবে?
কলেজ পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) ফ্রেশ ও রিনিউয়াল উভয় আবেদন শুরু হবে একসাথেই। এই আবেদন শুরু হতে চলেছে খুব শীঘ্রই। নভেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে এই আবেদন। চলতি মাসে পুজোর ছুটির কারণে এই আবেদন শুরু হয়নি। পরবর্তী মাস অর্থাৎ নভেম্বরের প্রথম দিকেই এই স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়ে যাবে।
(খ) স্নাতক ও স্নাতকোত্তর স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ?
(১) ২০২২ সালে যেসকল ছাত্রছাত্রী কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছে এবং স্নাতক স্তরে পড়াশুনোর জন্য নতুন কোর্সে ভর্তি হয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন। অন্যদিকে যেসকল ছাত্রছাত্রী ২০২২ সালে কমপক্ষে ৫৩ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেছে এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদনযোগ্য।
(২) রিনিউয়াল আবেদনের ক্ষেত্রে কলেজ পড়ুয়াদের আগের বর্ষের দুটি সেমিস্টার মিলিয়ে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
(৩) আবেদনকারী ছাত্রছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
পুরোনো মোবাইল বিক্রি করবেন ভাবছেন? সাবধান, নিজের বিপদ নিজে ডেকে আনছেন নাতো!
(গ) স্নাতক স্তরের তৃতীয় বর্ষে এসে কি নতুন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করা যাবে?
স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে নতুন কোর্সে অর্থাৎ প্রথম বর্ষে ভর্তি হওয়ার সময়েই কেবলমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যায়। দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষে এসে নতুন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করা যায় না। তখন কেবলমাত্র রিনিউয়াল করা যায়।
তবে যদি বিশেষ কারণবসত কোনো পড়ুয়া প্রথম বর্ষে আবেদন না করতে পেরে দ্বিতীয় বর্ষে উঠে আবেদন করতে চায় সেক্ষেত্রে আবেদন করা সম্ভব, যদিও এক্ষেত্রে নানান সমস্যা সম্মুখীন হতে হয় এবং উক্ত পড়ুয়াকে সে কেনো প্রথম বর্ষে আবেদন করেনি তার সঠিক কারণ দেখাতে হবে। তবে তৃতীয় বর্ষে এসে কোনোমতেই নতুন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা সম্ভব না।
(ঘ) কলেজ পড়ুয়ারা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 থেকে কতো টাকার আর্থিক অনুদান পাবে ?
(১) স্নাতক স্তরে পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) থেকে বার্ষিক ১২,০০০ টাকা করে (আর্টস ও কমার্সের ক্ষেত্রে) অনুদান পেয়ে থাকে, বিজ্ঞান বিভাগে পাঠরত পড়ুয়াদের স্নাতক স্তরে বার্ষিক ১৮,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।
(২) স্নাতকোত্তর স্তরে পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বার্ষিক ২৪,০০০ টাকা করে (আর্টস ও কমার্সের ক্ষেত্রে) অনুদান পেয়ে থাকে, বিজ্ঞান বিভাগে পাঠরত পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরে বার্ষিক ৩০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।
Written by Mukta Teyasa