বিকাশ ভবনে ফোন করার পর কি জানা গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে?
What is known about Swami Vivekananda scholarship after calling to Bikash Vaban
বহুদিন থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বহু ছেলে-মেয়ে অপেক্ষা করে আছে। কবে টাকা ঢুকবে? একদল ছেলে-মেয়ে ভেবে নিয়েছে তারা টাকা পাবে না। দুদিন আগে বিকাশ ভবনে ফোন করে তাদের কাছে ৫ টি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়, সেগুলো নিয়েই আজকের পোষ্টঃ-
প্রশ্ন ১ঃ- ফেব্রুয়ারী মাস থেকে আমাদের স্ট্যাটাস এপ্রুভ হয়ে বসে আছে আমি কি টাকা পাবোনা?
উত্তরঃ- সকলে টাকা পাবেন, কিন্তু কবে পাবেন তা বলতে পারছি না। অপেক্ষা করুন।
প্রশ্ন ২ঃ- শুনেছি ১৭ তারিখ ফান্ড এসেছিল আবার পরে কবে ফান্ড আসতে পারে যদি একটু বলতেন?
উত্তরঃ- ১৭ তারিখ এসেছিল সেসময় কিছু ছেলে-মেয়ে টাকা পেয়েছে। আবার ৩০-৩১ তারিখ একটা ফান্ড আসতে পারে।
প্রশ্ন ৩ঃ- আমার স্ট্যাটাস অনুযায়ী টাকা ঢুকে যাবার কথা কিন্তু আমি এখনো টাকা পাইনি কেন?
উত্তরঃ- আপনার স্ট্যাটাস যদি ডিসবার্সড দেখায় তবে আপনি নেক্সট ফান্ডে টাকা পেয়ে যাবেন।
প্রশ্ন ৪ঃ- আমার কিছু বন্ধু আমার পরে করেও টাকা পেয়ে গেছে, তবে কি আমি টাকা পাবোনা?
উত্তরঃ- আপনি যদি সমস্ত শর্তাবলী মেনে ফর্ম ফিলাপ করেন তবে আপনি টাকা পাবেন। কিন্তু তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দুদিন আগে বা পরে সকলে টাকা পাবে।
প্রশ্ন ৫ঃ- আমি শুনেছি IFSC কোর্ড ভুল হলে টাকা ফেইলড-এর মেসেস ঢোকে তখন নবান্নে যেতে হয়; কিন্তু এই লকডাউনে যারা উত্তরবঙ্গে থাকে তারা নবান্নে যাবে কিকরে?
উঃ- টাকা ঢোকার পর ফেইল মেসেস মোবাইলে ঢুকলে যোগাযোগ করবেন তখন বিকল্প কোনো পদ্ধতি বলে দেওয়া হবে।
এই ছিল কথোপকথন। স্কলারশিপ সমন্ধে আরো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে।
এরকম আরো স্কলারশিপ ও চাকরির আপডেট পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- WhatsApp