সরকারি প্রকল্প
Swasthya Sathi Card Apply Online – স্বাস্থ্য সাথী কার্ড নেই? আবেদন করুন আজই
বর্তমান সময়ে রাজ্য সরকারের যে প্রকল্প গুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো স্বাস্থ্য সাথী প্রকল্প বা স্বাস্থ্য সাথী কার্ড। ২০১৬ সালের ৩০ শে ডিসেম্বরে পশ্চিমবঙ্গের মাননীয়া এটির উদ্বোধন করেন।
সাধারণ ভাবে কোনো ব্যাক্তি কোনো বড়ো শারীরিক রোগের স্বীকার হলে এই কার্ড তার হাসপাতাল বা নার্সিংহোমের বেশ কিছু খরচ বহন করে। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তবে, আপনি কোনো গুরুতর রোগে আহত হলে এই স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় থাকা হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি হলে আপনার মোট খরচার একটি বড়ো অংশ এই কার্ড দ্বারা প্রদান করা হয়।
এই কার্ড সাধারনত বাড়ির গৃহীনির নামে হয় এবং তার আন্ডারে বাড়ির সকল সদস্যদের নাম এই কার্ডের আওতায় আনা হয়৷
এই কার্ডের বৈশিষ্ট্যঃ- ( Features of the Swasthya Sathi card ) –
(ক) প্রতি বছর একটি পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা দান করা হবে।
(খ) যতদিন রোগী হাসপাতালে থাকবে ততদিন রোগীর যাবতীয় সমস্ত খরচ এই কার্ড বহন করবে।
(গ) এই কার্ডে নাম নথিভুক্ত করানোর জন্য কোনো বয়সসীমা থাকে না।
(ঘ) হাসপাতাল থেকে বাড়ি ফেরবার সময় রোগীকে গাড়ি ভাড়া বাবদ ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
○ এবার আসি এই কার্ডে আবেদন করা যাবে কিকরে?
( How to apply for Swasthya Sathi card )
★ আপনি যদি কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন তবে এটিতে আপনি আবেদন করতে পারবেন না।
★ এই কার্ডে আবেদন করবার জন্য, নীচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে স্বাস্থ্যসাথীর ফর্মটি ডাউনলোড করতে হবে নতুবা আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস থেকেও ফর্মটি সংগ্রহ করতে পারেন। ফর্মটি সংগ্রহ করে সমস্ত কিছু সঠিক ভাবে পূরন করে এবং প্রয়োজনীয় ডকোমেন্স গুলি অ্যাড করে আপনাকে জমা দিতে হবে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে।
○ স্বাস্থ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইটঃ- ( Official Website of
Swasthya Sathi
)- https://swasthyasathi.gov.in/
○ স্বাস্থ্য সাথী কার্ডের ফর্ম ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন- Download
○ স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
• এরকম আরো খবর পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- LINK
• এবং যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব