আবেদন করুন তারবন্দি যোজনায় এবং পেয়ে যান ৪০,০০০ টাকা । Tarbandi Yojana Apply 2022
আপনি কি জানেন, আপনার কৃষি জমি তারবন্দি করার জন্য আপনি কেন্দ্র সরকারের থেকে অনুদান পেতে পারেন? যদি না জেনে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য। অনেক সময়ই দেখা যায় বিভিন্ন পশু পাখি কৃষকদের জমিতে ঢুকে ফসল নষ্ট করে দেয়। ফলত কৃষকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। কৃষকদের এই ক্ষতি রুখতে নিজেদের জমিকে তারবন্দি করতে হয়। আর জমিকে তারবন্দি করার ক্ষেত্রে কৃষকদের সাহায্যার্থে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে তারবন্দি যোজনা (Tarbandi Yojana)।
• চলুন দেখে নেওয়া যাক কারা এই যোজনার সুবিধা পাবেন:-
১. তারবন্দি যোজনায় আবেদনের ক্ষেত্রে কৃষককে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি কৃষকের কাছে ০.৫ হেক্টর চাষযোগ্য জমি থাকতে হবে।
৩. এছাড়াও সেই কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ এই যোজনা টাকা কেন্দ্র সরকারের তরফে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
৪. কৃষক যদি এই সংক্রান্ত অন্য কোনো যোজনার সুবিধা পেয়ে থাকেন তবে সেই কৃষক এই যোজনা জন্য আবেদন করতে পারবেন না।
• কতো টাকা পাওয়া যাবে এই যোজনায়:-
তারবন্দি যোজনায় কৃষকদের কেন্দ্রীয় সরকারের তরফে জমি তারবন্দি করার খরচের ৫০ শতাংশ অথবা ৪০ হাজার টাকা দেওয়া হবে। এই যোজনার অধীনে কৃষক সর্বোচ্চ ৪০ হাজার টাকা পেতে পারেন।
• তারবন্দি যোজনায় আবেদনের জন্য কি কি নথি লাগবে:-
১. কৃষকের আধার কার্ড
২. সঠিক পরিচয় পত্র
৩. ঠিকানার প্রমাণপত্র
৪. জমির নথিপত্র
৫. মোবাইল নম্বর
৬. পাসপোর্ট সাইজের ছবি
৭. রেশন কার্ড
৮. ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
• কীভাবে আবেদন করবেন:-
তারবন্দি যোজনায় টাকা পাওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিই রয়েছে। তবে অনলাইন পদ্ধতিটি কেবলমাত্র আধিকারিকদের জন্য। সাধারণ কৃষকরা অনলাইনে আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে লোকাল কৃষি অফিসে যোগাযোগ করে অনলাইনে আবেদন করতে হবে।
পোষ্টটি ভালোলাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরও তথ্য পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।