অন্যান্য

মাত্র ৭৫ টাকায় মিলবে তসর জামদানি, আকর্ষণীয় দামে শাড়ির সম্ভার নিয়ে হাজির মহারানী শাড়ি

সমগ্র বাংলা জুড়ে এখন পুজোর রেশ। বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর পুজো মানেই কেনাকাটা। কিন্তু সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গ জুড়ে যে মূল্যবৃদ্ধির রেশ তাতে এই পুজোর মরশুমে কেনাকাটা করতে গিয়ে বাঙালির পকেটের রীতিমতো টান পড়েছে। কিন্তু এই মূল্যবৃদ্ধির আবহে কিছু কিছু বিশেষ দোকানে কেনাকাটার ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় ছাড়। কিন্তু অধিকাংশ মানুষই এই সমস্ত বিশেষ ছাড় সম্পর্কে জানেননা। আর তাই আজ আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য এমন এক দোকানের খোঁজ নিয়ে এসেছি যেখানে আপনারা অত্যন্ত কম দামে পেয়ে যাবেন ভালো মানের আকর্ষণীয় শাড়ি।

• চলুন তবে এই বিশেষ দোকানটি সম্পর্কে জেনে নেওয়া যাক:-
আজ আমরা যে দোকানটি সম্পর্কে কথা বলতে চলেছি, সেটি হলো শান্তিপুরের মহারানী শাড়ি। এই দোকানে আপনারা বিভিন্নরকম জামদানি, তাঁত, হাজার বুটি থেকে শুরু করে হ্যান্ডলুম, তসর জামদানি পেয়ে যাবেন আকর্ষণীয় দামে। এমনকি আপনারা যদি বাড়িতে শাড়ি অর্ডার করতে চান তাও পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, বাড়িতে শাড়ি অর্ডার করার ক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারির সুবিধাও পাবেন। এমনকী একটি শাড়ি অর্ডার করলেও আপনারা ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাবেন। এই শাড়িগুলি আপনারা মহারানী শাড়ির অফিসিয়াল ওয়েবসাইট https://moharani.in/ থেকেও কিনতে পারবেন। এছাড়াও ফোন (৮৯২৭৫৮০৬০১) অথবা whatsapp (৯৭৪৯৮৪২৩৯৮) এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবে।

সাধারণ মানুষের পাশাপাশি ছোটো ব্যবসায়ীদের জন্য সুবিধা রেখেছেন দোকানের কর্তৃপক্ষ। এক ডজন কিংবা তার বেশি শাড়ি কিনলে যথেষ্ট পরিমাণে ছাড় দেওয়া হবে ছোট ব্যবসায়ীদের, এমনটাই জানিয়েছেন দোকানের কর্তৃপক্ষ। এছাড়াও যারা অনেকগুলি শাড়ি একসাথে নিতে চান তাদের ক্ষেত্রে বাসে ডেলিভারির ব্যবস্থাও রয়েছে অর্থাৎ তারা বাড়িতে বসে অনলাইনে অর্ডার করে অনলাইন পেমেন্ট করলেই শাড়ির ডেলিভারি বাড়িতে বসেই পেয়ে যাবেন।

এখন থেকে বাড়িতে বসেই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযোগ করা সম্ভব, কিভাবে করবেন জেনে নিন এখনই

• এই দোকান থেকে কি দামি শাড়ি পাবেন আপনারা?
মহারানী শাড়ি দোকানটি থেকে আপনারা তসর জামদানি পেয়ে যাবেন মাত্র ৭৫ টাকায়। এছাড়াও বিভিন্ন প্রকার জামদানি রয়েছে যেগুলি শুরু হচ্ছে মাত্র ৩৫০ টাকা থেকে। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ১৪৫ টাকায়। আমকলকা ঢাকাই শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র ৩৮০ টাকায়। ঝরাপাতা ঢাকায় শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র ৪২০-৪৩০ টাকার মধ্যে। শান্তিপুরের তাঁতের শাড়ি পেয়ে যাবেন মাত্র ১৭০ টাকায়।

হাজার বুটি শাড়ি পেয়ে যাবেন ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে। মীনাকারী শাড়ি পেয়ে যাবেন ৫২৫ থেকে ৫৩০ টাকার মধ্যে। জামদানি প্রিন্টের শাড়ি পেয়ে যাবেন ১৪৫ টাকার মধ্যে। কটন বেসের ইমন চেকের শাড়ি পেয়ে যাবেন মাত্র ১৫০ টাকায়। এছাড়াও শকুন্তলা শাড়ি পেয়ে যাবেন ১৯৫ থেকে ২০০ টাকার মধ্যে। পিওর খাদির শাড়ি পেয়ে যাবেন মাত্র ২২০ টাকায়। এছাড়া রয়েছে বিভিন্ন প্রকার সারির আকর্ষণীয় কালেকশন যার জন্য অবশ্যই আপনাদের দোকানটিতে যেতে হবে। যারা একটি করে শাড়ি কিনতে চান তারা শাড়িগুলো উপরোক্ত দামে পাবেন। দোকানের কর্তৃপক্ষের মতে, যারা অনেকগুলি শাড়ি একসাথে নেবেন তারা এর চেয়েও কম দামে পেয়ে যাবেন শাড়িগুলি।

• দোকানটির ঠিকানা:-
বাবলা রোড, পাবনা কলোনি, শান্তিপুর, পশ্চিমবঙ্গ ৭৪১৪০৪।

° হাওড়া থেকে যাওয়ার ক্ষেত্রে:- হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়ায় নামতে হবে। গঙ্গার ঘাট পার করে টোটো ধরে উপরোক্ত ঠিকানায় যেতে হবে।

° শিয়ালদা থেকে যাওয়ার ক্ষেত্রে:- শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে উপরোক্ত ঠিকানায় আপনার টোটোর মাধ্যমে যেতে পারেন অথবা দোকানে ফোন করে জানালে তারা আপনাকে পথনির্দেশ দিতে পারবেন কিংবা আপনাকে আনতে লোক পাঠাতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button