১১ ই ডিসেম্বর হতে চলেছে টেট পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ
রাজ্যজুড়ে খুশির আবহে ফের এক সুখবর রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য। ইতিপূর্বেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় সমগ্র রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়েছিলেন যে পুজোর পরেই টেট পরীক্ষা নেওয়া হবে। তবে এবারে আরও একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ঠিক কবে টেট পরীক্ষা নেওয়া হবে তা সম্পর্কে স্পষ্টত জানানো হয়েছে। আর তাই আজ আমরা এই পোস্টে কবে টেট পরীক্ষা নেওয়া হতে চলেছে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
• চলুন তবে জেনে নেওয়া যাক ঠিক কবে টেট পরীক্ষা নেওয়া হতে চলেছে ?
কিছুদিন পূর্বেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় একটি প্রেস কনফারেন্সের মারফত জানিয়েছিলেন যে, টেট পরীক্ষার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া দুর্গাপূজার পরেই শুরু হবে এবং কালীপুজোর পূর্বেই তা সম্পন্ন করা হবে। তিনি আরও জানিয়েছিলেন যে, কিছুদিনের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে টেট পরীক্ষা সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আরও জানানো হয়েছিল যে, এই বিজ্ঞপ্তিতেই টেট পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যাদি চাকরিপ্রার্থীদের জানানো হবে।
আবেদন করুন আদিত্য বিড়লা স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৬০,০০০ টাকা
এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই চাকরিপ্রার্থীরা টেট পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও গৌতম পাল মহাশয় আরও জানিয়েছিলেন যে, রাজ্যে ১১ হাজার শিক্ষকের শূন্যপদ রয়েছে। আপাতত এই সংখ্যক শূন্যপদের জন্যই টেট পরীক্ষায় নেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন যে, এবার থেকে যাতে সমস্ত নিয়ম মেনে স্বচ্ছতার সাথে পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করা হয় এবং যোগ্য চাকরিপ্রার্থীরা যাতে চাকরি পায় তার দিকে নজর দেওয়া হবে।
এই সমস্ত ঘোষণার পরেও রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে কবে টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে বারংবার নানা জল্পনা সৃষ্টি হচ্ছিলো। আর এবার এই সমস্ত জল্পনার মেঘ কাটিয়ে বিগত সোমবার এক সাংবাদিক বৈঠকে গৌতম পাল মহাশয় রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন যে, আগামী ১১ ই ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে। একদিকে রাজ্যজুড়ে খুশির আবহ, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ঘোষণায় সমস্ত চাকরিপ্রার্থীদের মনে রীতিমতো খুশির জোয়ার।