চাকরির পরীক্ষা

এবার থেকে বছরে দুবার টেট পরীক্ষা নেওয়া হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া বিজ্ঞপ্তি, জেনে নিন এখনই।

একদিকে যখন প্রাইমারি টেট নিয়ে বারংবার প্রশ্নচিহ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তৃপক্ষকে, অন্যদিকে ঠিক তখনই চাকরীপ্রার্থীদের জন্য আরও এক সুখবর ঘোষণা করা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়ের পক্ষ থেকে। ইতিপূর্বেই গৌতম পাল মহাশয়ের তরফে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে টেট পরীক্ষার্থীদের জানানো হয়েছিলো যে, আগামী ডিসেম্বর মাসেই টেট পরীক্ষা গ্রহণ করা হবে। আর এই ঘোষণাতেই রীতিমতো খুশির জোয়ারে ভেসেছিলেন চাকরিপ্রার্থীরা, তবে এই খুশির আবহে চাকরিপ্রার্থীদের জন্য আবারও রীতিমত একটি বড়ো আপডেট ঘোষণা করা হলো। তবে অনেক চাকরিপ্রার্থীই এখনও জানেন না প্রাইমারি শিক্ষা পর্ষদের এই নতুন নির্দেশিকায় ঠিক কি জানানো হয়েছে। আপনিও যদি একজন টেট পরীক্ষার্থী হয়ে থাকেন এবং রাজ্য সরকারের এই নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে না জেনে থাকেন তবে এই খবরটি আপনার জন্য।

চলুন তবে জেনে নেওয়া যাক প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকায় ঠিক কি জানানো হয়েছে ?
ইতিপূর্বেই ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে গৌতম মহাশয় জানিয়েছিলেন যে, এই চলতি বছরে ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন যে, ২০২২ সালের ১১ই ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে। এমনকী তিনি এও জানিয়েছিলেন যে, শুধুমাত্র নতুন চাকরিপ্রার্থীরা নয় যেসমস্ত চাকরিপ্রার্থীরা ২০১৪ এবং ২০১৭ সালে টেট পরীক্ষায় পাশ করেছেন তারাও চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে যেসকল চাকরিপ্রার্থীদের বয়স ৪০ বছর কিংবা তার কম তারাই শুধুমাত্র আবেদনের যোগ্য।

মাত্র ৭৫ টাকায় মিলবে আনলিমিটেড কলিং থেকে শুরু করে ডেটা এমনকি ফ্রি সিনেমা এবং মিউজিকের সুবিধা

আর এই সমস্ত বিজ্ঞপ্তির মাঝেই সমস্ত চাকরিপ্রার্থীদের আগামীদিনের আশার আলো দেখালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়। ইতিমধ্যেই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সমগ্র রাজ্যের চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, এবার থেকে বছরে দুবার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যকরী করা হবে। অর্থাৎ আগামী দিনে বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যের সমস্ত প্রাইমারি স্কুলগুলিতে। আর এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের খবরে সমগ্র রাজ্যের চাকরিপ্রার্থীরা যারপরনাই খুশি।

তবে এখানেই শেষ নয়, এইদিনের সাংবাদিক সম্মেলনে তিনি আগত ডিসেম্বর মাসের টেট পরীক্ষা সম্পর্কে পরীক্ষার্থীদের জানিয়েছেন যে, এই অক্টোবর মাসের ২১ তারিখ থেকে টেট পরীক্ষার জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হবে। এছাড়াও তিনি সমস্ত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে, খুব শীঘ্রই প্রাইমারি টেটের সম্পূর্ণ সিলেবাস এবং বুকলেট প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button