ওয়েসিস স্কলারশিপ

আবার আবেদনের ডেট বাড়ানো হলো ওয়েসিস স্কলারশিপ-এ । The application date of Oasis scholarship has been extended

ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা ওয়েসিস স্কলারশিপের আরো একটু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারেন নি, বিশেষত তাদের জন্যই এই আপডেটটি উঠে এসেছে। কি এই আপডেট চলুন চটজলদি দেখে নেওয়া যাক।

ওয়েসিস স্কলারশিপ বা ST-SC-OBC স্কলারশিপের আবেদনের শেষ তারিখ বহুদিন আগে শেষ হয়ে গিয়েছে। তাই যারা এই স্কলারশিপে এখনো আবেদন করতে পারেনি বা কোনো কারনবসত করেনি তাদের আবেদন করবার জন্য ওয়েসিস স্কলারশিপের আবেদন পোর্টাল আবার খুলে দেওয়া হলো।

গতকাল ওযেসিস স্কলারশিপের ওয়েবসাইটে একটি নোটিস প্রকাশিত হয়েছে। যে নোটিস অনুযায়ী যে সমস্ত ছাত্র-ছাত্রী এখনো স্কলারশিপে আবেদন করতে পারেনি তাদের আবার আবেদন করবার জন্য ওয়েবসাইটের আবেদন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। কিন্তু নোটিস অনুযায়ী শুধুমাত্র কলকাতা জোনের ছেলে-মেয়েরাই এই সুবিধা পাবে। অর্থাৎ কলকাতা জেলার আন্ডারে যে সমস্ত ছেলে মেয়ে এখনো ওয়েসিস স্কলারশিপে আবেদন করেনি তারা চাইছে ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ পর্যন্ত ফ্রেশ বা রিনুয়ালে আবেদন করতে পারবে।

আশা করা যাচ্ছে, ভবিষ্যতে অনান্য জেলার ছাত্র-ছাত্রীদেরও এ সুবিধা দেওয়া হতে পারে।

 অফিসিয়াল ওয়েবসাইটঃ- Link

এরকম আরও খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button