প্রকাশিত হলো টেট পরীক্ষার বিজ্ঞপ্তি, কবে থেকে আবেদন শুরু জেনে নিন
অবশেষে টেট পরীক্ষা নিয়ে সমস্ত বিতর্কের অবসান হলো। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ১১,০০০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আর তাই আজ আমরা এই পোস্টে আলোচনা করতে চলেছি কারা এই শূন্যপদগুলোতে আবেদনের যোগ্য, নিয়োগের ক্ষেত্রে কতো শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে, টেট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আবেদনের প্রক্রিয়া সহ অনান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
• চলুন তবে জেনে নেওয়া যাক টেট পরীক্ষার জন্য আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি ?
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং NCTE এর পক্ষ থেকে স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ডিএলএড (D.El.Ed) কোর্সে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও যেসকল ছাত্রছাত্রীরা ডিএলএড (D.El.Ed) এর ফাইনাল পরীক্ষা দিয়েছেন অথচ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি তারাও টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
অথবা,
২. পরীক্ষার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএলএড (B.El.Ed) কোর্স সম্পন্ন করে রাখতে হবে।
অথবা,
অক্টোবর মাসে রেশনে দেওয়া হতে চলেছে অতিরিক্ত সামগ্রী, কোন কার্ডে কি কি সামগ্রী দেওয়া হবে দেখে নিন
৩. এর পাশাপাশি যেসকল ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং Rehabilitation Council Of India (RCI) এর স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এডুকেশন (Education) বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও যেসকল পরীক্ষার্থীরা এই কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু তাদের রেজাল্ট প্রকাশিত হয়নি তারা এই পরীক্ষা দিতে পারবেন।
অথবা,
৪. এছাড়াও যেসকল শিক্ষার্থীরা ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ হয়েছেন এবং B.ed কোর্স সম্পন্ন করেছেন তারা টেট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আবেদনের যোগ্য। এছাড়াও যেসকল পরীক্ষার্থীদের B.ed কোর্সের ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে কিন্তু ফলাফল প্রকাশিত হয়নি তারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
৫. যেসকল ছাত্রছাত্রীরা D.El.Ed/ D.Ed/ B.Ed কোর্সের ২০২২-২২ শিক্ষাবর্ষে পাঠরত এবং Part I পরীক্ষায় পাশ করেছেন তারা আগত টেট পরীক্ষা দেওয়ার যোগ্য।
• টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কতো নম্বর প্রয়োজন?
আগত টেট পরীক্ষায় যারা মোট নম্বরের ৬০ শতাংশ নম্বর পাবেন তাদের টেট পরীক্ষায় উত্তীর্ণ বলে গণ্য করা হবে। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি এ এবং বি সম্প্রদায়ভুক্ত প্রার্থী, Ex-Servicemen, DH এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেলেই তাদের টেট পরীক্ষায় উত্তীর্ণ বলে গণ্য করা হবে।
• টেট পরীক্ষার জন্য আবেদনের প্রক্রিয়া:-
চাকরিপ্রার্থীরা West Bengal Board of Primary Education (WBBPE) এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbbpe.org/ থেকে অনলাইনের মারফত আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
• টেট পরীক্ষার ক্ষেত্রে কোন কোন ভাষা নির্বাচন করা যাবে?
১. টেট পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলুগু ভাষা নির্বাচন করা যাবে।
২. দ্বিতীয় ভাষা হিসেবে সকল চাকরিপ্রার্থীকেই ইংরেজি ভাষাকে নির্বাচন করতে হবে।
• টেট পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় আবেদন ফি:-
১. জেনারেল সম্প্রদায়ভুক্ত চাকরিপ্রার্থীদের টেট পরীক্ষার ফর্ম পূরণের ক্ষেত্রে ১৫০ টাকা জমা দিতে হবে।
২. তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত চাকরিপ্রার্থীদের টেট পরীক্ষার ফর্ম পূরণের ক্ষেত্রে ৫০ টাকা জমা দিতে হবে।
৩. ওবিসি এ এবং ওবিসি বি সম্প্রদায় ভুক্ত চাকরি প্রার্থীদের টেট পরীক্ষার ফর্ম ফিলাপের ক্ষেত্রে ১০০ টাকা জমা দিতে হবে।
• আবেদনের সময়সীমা:-
চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি, আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ১৪ ই অক্টোবর তারিখের পর আরও একটি বিজ্ঞপ্তি মারফত জানানো হবে। ওই বিজ্ঞপ্তিতেই আবেদনের শেষ তারিখ উল্লেখ করা থাকবে।
অফিসিয়াল নোটিফিকেশন:- Link