সরকারি প্রকল্প

বাড়ানো হলো বিনামূল্যে রেশনের সময়সীমা, আরও তিনমাস পাওয়া যাবে বিনামূল্যে রেশন

২০২০ সালে করোনা অতিমারীর কারণে সমগ্র দেশের মানুষ যখন রীতিমত নাজেহাল ঠিক তখনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের জনসাধারণের সুবিধার্থে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কার্যকরী করা হয়েছিলো। এই প্রকল্পের অধীনে সমগ্র ভারতের প্রয়োজনশীল মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছিলো। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার কারণে এই প্রকল্প চলতি বছর থেকে আর কার্যকরী হবে কিনা তা নিয়ে জনসাধারণের মধ্যে যথেষ্ট জল্পনা চলছিল। আর এমতাবস্থায় রেশন নিয়ে বড়ো আপডেট ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর আজ আমরা সকলে সুবিধার্থে এই পোস্টে এই আপডেট সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি।

• চলুন তবে এই আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়া যাক:-
করোনা মহামারীর সময়ে ভারতের সাধারণ মানুষকে আর্থসামাজিক সুরক্ষা প্রধানের খাতিরে কার্যকরী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে বিগত দুই বছরে সমগ্র ভারতের সাধারণ জনগণকে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য প্রদান করা হয়েছে। তবে চলতি বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র ভারত যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে তার ফলে এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে যে ভর্তুকি দেওয়া তা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে।

১১ ই ডিসেম্বর হতে চলেছে টেট পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ

অর্থ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, বিগত দুই বছরে এই প্রকল্পের অধীনে সমগ্র দেশের জনসাধারণকে বিনামূল্যে রেশন প্রদানের খাতিরে কেন্দ্রীয় সরকারকে প্রায় তিন লক্ষ কোটি টাকা খরচ করতে হয়েছে। এর পাশাপাশি চলতি বছরে করোনার সংক্রমণ যথেষ্ট কম হওয়ায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আর তাই রাজনৈতিক মহলের তরফে ধারণা করা হচ্ছিলো যে, এই দুটি কারণকে মাথায় রেখেই চলতি বছরেই আগত কিছুদিনের মধ্যে বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া কার্যত বন্ধ করে দেওয়া হবে।

আর এই পরিস্থিতিতেই কয়েকটি সমীক্ষার ফলস্বরূপ জানা গিয়েছে যে, দেশজুড়ে উৎসবের আবহে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও তিন মাস বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া জারি রাখা হবে। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে অফিশিয়ালি কিছুই জানানো হয়নি। ওয়াকিবহাল মহলের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button