সরকারি প্রকল্প

PM Kisan: বাতিল হলো পিএম কিষানের এই প্রক্রিয়া; প্রভাবিত হতে পারেন কোটি কোটি কৃষক

পিএম কিষান (PM Kisan) যোজনা সম্পর্কে এক বড়ো আপডেট চলে এসেছে। পিএম কিষানের ওয়েবসাইটে পুরোনো পদ্ধতিতে কৃষকদের স্ট্যাটাস চেকের প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেলো। এবার থেকে পুরোনো পদ্ধতিতে আর কৃষকেরা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন না। এবার থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উপভোক্তাদের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই প্রকল্পে নিজেদের স্ট্যাটাস চেক করতে হবে।

পুরোনো স্ট্যাটাস চেকের প্রক্রিয়ায় কৃষকেরা নিজেদের আধার নম্বর ও captcha কোড দিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারতেন। কিন্তু, এবার থেকে আধার নম্বর নয় শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর বা পিএম কিষাণে দেওয়া রেজিস্টার মোবাইল নম্বর দিয়েই নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন।

• নতুন এই পদ্ধতিতে কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন?
(১) প্রথমে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in তে যাবেন।

(২) এরপরে Farmers Corner লেখাটির নীচে Beneficiary Status অপশনে ক্লিক করবেন।

(৩) এবারে নতুন এই পদ্ধতিতে আপনি যদি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করাতে চান তাহলে Search By এ Registration Number অপশনটি সিলেক্ট করে নীচে দেওয়া captcha কোডটি হুবহু টাইপ করে Generate OTP তে ক্লিক করবেন। তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে সেটি লিখে Get Data তে ক্লিক করলেই আপনি নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন।

আপনার স্ত্রীর নামে খুলে ফেলুন এই অ্যাকাউন্ট, পেয়ে যাবেন প্রতি মাসে ৪৪,০০০ টাকা

যদি আপনি নিজের রেজিস্ট্রেশন নম্বর না জানেন, তাহলে তার পাশেই Know Your Registration No. -এ ক্লিক করে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও captcha code লিখে Sumbit করলেই আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন। সেটি Beneficiary Status এ গিয়ে লিখে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন।

(৪) যদি আপনি রেজিস্ট্রেশন নম্বর না দিয়ে স্ট্যাটাস দেখতে চান তাহলে Search By -এ Mobile Number সিলেক্ট করে সেটি লিখবেন এবং নীচের captcha কোডটি হুবহু টাইপ করে Generate OTP তে ক্লিক করবেন। এবারে ওটিপি আসলে আপনি সেটি টাইপ করে Get Data তে ক্লিক করলেই নিজের Beneficiary Status চেক করতে পারবেন।

সরকারি প্রকল্প সংক্রান্ত এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button