পশ্চিমবঙ্গের জলবায়ু – কালীপুজোর ঠিক আগেই বাংলা জুড়ে সুপার সাইক্লোনের চোখ রাঙানি, কবে আসছে সুপার সাইক্লোন জেনে নিন
বঙ্গবাসী মনে করেছিলেন দুর্গাপূজায় মায়ের বিসর্জনের সাথে সাথেই বিদায় নেবে বর্ষাও। কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গবাসীর ধারণাকে ভুল প্রমাণ করে আরও একবার বঙ্গের দিকে ধেয়ে আসতে চলেছে বর্ষা। আর তার একমাত্র কারণ হচ্ছে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। বর্তমানে কালীপূজা এবং দীপাবলীর সাথে সাথে বাঙালি শীতের জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কিন্তু এসমস্ত কিছুতে জল ঢেলে কি বাংলায় আরও একবার আসতে চলেছে সুপার সাইক্লোন?
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামীতে ক্রমাগত পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। মনে করা হচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। এরপর সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে, যার কারণে আগামী ২০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলি বিশেষভাবে আক্রান্ত হবে। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত হবে উপকূলবর্তী এই সমস্ত জেলাগুলিতে। যদিও সুপার সাইক্লোন সংক্রান্ত সমস্ত ধারণাকে উড়িয়ে দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, এই নিম্নচাপটি কোনোভাবেই সুপার সাইক্লোনের রূপ নেবে না। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, কোন কোন দিন কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস শুরু হয়েছে তা অতি শীঘ্রই জানিয়ে দেবে আলিপুর আবহাওয়া দপ্তর।
শীঘ্রই এই শহরগুলিতে 5G পরিষেবা চালু হতে চলেছে, আপনার শহর এই লিস্টে রয়েছে কি?
শুধু পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারত থেকেই বিদায় নিচ্ছে বর্ষা। এমতাবস্থায় কালীপূজা এবং দীপাবলির ঠিক আগে এই নিম্নচাপের খবরে রীতিমতো হতাশ বঙ্গবাসীসহ সমগ্র ভারতবাসী। তবে আশার খবর এই যে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হলেও আপাতত এপার বাংলা এবং ওপার বাংলা দুদিকেরই উপকূল বাদে অন্যান্য অংশগুলি শুষ্ক থাকবে।