মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

Physical Science – মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের ভয় হবে দূর। দারুন কিছু পরামর্শ বিখ্যাত মাস্টারমশাই এর

হাতেগোনা আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩শে ফেব্রুয়ারী তারিখে এবং চলবে ৪ঠা মার্চ পর্যন্ত। জীবনের প্রথম বড়ো পরীক্ষা হ‌ওয়ায় স্বভাবতই এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মনে উৎকণ্ঠার শেষ নেই। এই মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপরই তাদের ভবিষ্যৎ কেরিয়ার নির্ভর করে রয়েছে। আর তাই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনো খামতি রাখতে চায়না পরীক্ষার্থীরা। সারাবছর ধরেই তাদের মধ্যে প্রশ্ন চলে যে কিভাবে প্রস্তুতি নেবে এই পরীক্ষার জন্য।

মাধ্যমিক পরীক্ষায় সাধারণত সাতটি সাবজেক্ট থাকে এবং একটি ঐচ্ছিক বিষয় থাকে। প্রতিটি সাবজেক্টের পরীক্ষা হয় ১০০ নম্বরের ওপর। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রতিটি সাবজেক্টকেই সমান গুরুত্ব দিতে হবে, কোনো সাবজেক্টের গুরুত্বই কম নয়। কারণ প্রতিটি সাবজেক্টে ভালো ফল করলে তবেই মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে।

মাধ্যমিকের সিলেবাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ভৌতবিজ্ঞান বা Physical Science। কিভাবে প্রস্তুতি নিলে ভৌতবিজ্ঞান বা Physical Science সাবজেক্টটিতে ভালো ফলাফল করা যাবে, আজ আমরা সেই বিষয়েই কয়েকটি টিপস্ নিয়ে আলোচনা করবো।

রাজ্যে বহু শূন্যপদে আশা কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন

(১) মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী ১৫ টি MCQ এবং ২১ টি SCQ থাকে। তাই ভৌতবিজ্ঞান বইটি একটু ভালো করে খুঁটিয়ে পড়লে যেকোনো ছাত্র-ছাত্রীই এই প্রশ্নগুলির উত্তর খুব সহজেই দিতে পারবে।

(২) ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর রচনাধর্মী বা অনেক বড় করে লেখার প্রয়োজন হয় না। যেহেতু এটি সাইন্সের একটি সাবজেক্ট, তাই টু দ্য পয়েন্ট অ্যানসার করলেই প্রশ্নের পুরো নম্বরই পাওয়া যায়, এক্ষেত্রে নাম্বার কাটার ব্যাপার থাকেনা। তাই ভৌতবিজ্ঞান বা Physical Science বইটি একটু ভালো করে কমপ্লিট করে, বারবার রিভিশন করলেই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিতে পারা যাবে। এর জন্য আলাদা করে কোনো নোট বানানোর দরকার পড়বে না।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

(৩) ভৌতবিজ্ঞানের কিছু কিছু চ্যাপ্টার, যেমন, আলো, গ্যাসের আচরণ, গ্যাসের সমীকরণ এই জাতীয় চ্যাপ্টার গুলিতে কিছু অঙ্ক থাকে। সেই অংক গুলির সূত্র ভালো করে জেনে প্র্যাকটিস করলেই তা সহজেই পারা যায়।

(৪) ভৌতবিজ্ঞান বইয়ে ফিজিক্স ও কেমিস্ট্রি এই দুটি বিষয় থাকে। কেমেস্ট্রির সমীকরণগুলি ভালো করে বুঝে সেগুলি প্র্যাকটিস করে নিলে ভুলের সম্ভাবনা থাকে না।

বাড়িতে বসেই নিজের কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে, জেনে নিন।

(৫) কথায় বলে, Practice makes things perfect, অর্থাৎ ভৌতবিজ্ঞানের পুরো সিলেবাসটি একবার কমপ্লিট করে বারবার রিভিশন দিলে এই সাবজেক্টের প্রিপারেশন একদম সম্পূর্ণ হবে। তাই টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে বারবার পড়লেই ভৌতবিজ্ঞানে ভালো ফল করতে পারবে ছাত্র-ছাত্রীরা।

সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। হাতে আর যেই কটি দিন বাকি মাধ্যমিক পরীক্ষা শুরু হতে এই টিপস্ গুলি ফলো করো, ভালো ফল পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button