ব্যবসা-বানিজ্য

Business Idea For Women – 2023 এ মেয়েদের ঘরে বসে লাখ টাকা রোজগারের সেরা 3 টি উপায়।

Business Idea For Women – কীভাবে রোজগার হবে লাখ টাকা, জানতে হলে পড়ুন বিস্তারিত।

গৃহকোণের কাজের পাশাপাশি মাসের শেষে অর্থ উপার্জনের মাধ্যমে প্রত্যেক মেয়েরই স্বাবলম্বী (Business Idea For Women) হওয়া দরকার। সভ্যতা সৃষ্টির আদিকাল থেকে মেয়েরা সব কাজ করছে ঘরের কিন্তু বাইরের জগৎ নিয়ে তাদের কোনো ধারণা ছিল না। সময়ের পরিবর্তনের সাথে এখন অনেক মেয়েই বাইরে কাজ করতে বেরোচ্ছে। কিন্তু যাদের বয়স টা একটু বেশি হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কম একটু তারা সেই আত্মবিশ্বাস পায়না।

যৌথ পরিবার থেকে এখন ছোটো পরিবার হয়ে গেছে সব। ছেলেমেয়েরাও বাইরে পড়তে চলে যাচ্ছে দিনের অনেকটা সময়ই বেঁচে থাকে তাদের কিন্তু করার কিছু নেই ভেবে বাড়িতে বসে আছে। আত্মবিশ্বাস নিয়ে আপনারাও শুরু করতে পারেন এই কাজগুলি।

বর্তমান বাজারে অল্প পুঁজির সেরা 5 টি বিজনেস আইডিয়া, একবার যদি যায় দাড়িয়ে, টাকা ঢুকবে হুড়মুড়িয়ে।

বিউটি পার্লারের কাজ – এটা আপনি আপনার বাড়ি থেকেই শুরু করতে পারেন। এই ট্রেনিং শেখার জন্য কোনো বয়স বা শিক্ষাগত যোগ্যতা লাগেনা। তাই আপনি আত্মবিশ্বাস নিয়ে একটা ডিপ্লোমা কোর্স শুরু করে ফেলুন (Business Idea For Women)। আপনি স্কিন হেয়ার মেক আপ যে বিষয়ে স্পেশালিস্ট হতে চান তার উপর যেকনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে নিন আবার আপনি এই সবগুলির একটি মিক্স আপ কোর্সও করতে পারেন।

এখন পার্লারে যায় না মেয়ে পাওয়া যায় না। তাদের বাইরে যেতে হলে নিজেকে সুন্দর রাখতে হচ্ছে তাই সপ্তাহে একবার পার্লারে ঢুঁ মারতে যাচ্ছে প্রত্যেকেই। শুধু মেয়েরা না এখন ছেলেরা যাচ্ছে বিভিন্ন স্যালনে। হেয়ার কাট হোক কিংবা ফেসিয়াল সব কিছুতেই প্রফেশনাল মানুষের ছোঁয়াই সকলে চায়।

হোম ডেলিভারি – ঘরে বাইরে কাজ করতে গিয়ে মেয়েরা তাদের সবজায়গায় সমানভাবে করে উঠতে পারছেনা। একটা ছেলে যেমন বাইরে উপার্জন করতে গিয়ে আর ঘরেরটা তাকে দেখতে হয়না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা যেন তাদের বাড়ির লোকের সব ভালো খারাপ ঠিক দেখতে হয়। এই জন্যই বাধ্য হয়ে অর্ডার করে অনেক সময় বাইরে থেকে খাবার খেতে হয় (Business Idea For Women)।

আর আপনারা যদি বাড়িতে খাবার বানিয়ে বিক্রি করতে চান তাহলে সকলে তো কিনতে চাইবে! কে আর না বাড়ির খাবার চায়না। আপনারা নিজের খাবারের দোকানের মতো একটা নাম দিয়ে ফুড ডেলিভারি অ্যাপে রেজিস্ট্রেশন করে রাখুন।

রান্নার ইউটিউব চ্যানেল – এই কাজটা আপনি বাড়ি বসেই সম্পূর্ণ ভাবে করতে পারবেন। আপনার তৈরি আধুনিক পুরোনো নিজস্ব ঘরানাতে বাঁধানো রান্নাগুলি ক্যামেরার সাহায্যে রেকর্ড করে রাখুন (Business Idea For Women)। আপনার সাধারণ কথা বলার যে শৈলী সেটিকেই একটু ঠিক করে উপাস্থাপনা করুন। গ্রামের অতি সাধারণ রান্নার চ্যানেলগুলোকেও মানুষ অনেক ভালোবেসে ফেলে যেমন সকলের প্রিয় ভিলফুড। আপনার এডিটিং,ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে মানুষের মনে লেগে গেলে একবার সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে। ওয়াচ টাইম বেড়ে গেলে ইউটিউব থেকে লাখ টাকা অবধি পেতে পারেন।

দিনে মাত্র 5 ঘন্টা এই ব্যবসা করুন, বাকি সময় আরাম, ইনকাম মাসে 50 হাজার থেকে 1 লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button