New Business Ideas – বর্তমান বাজারে অল্প পুঁজির সেরা 5 টি বিজনেস আইডিয়া, একবার যদি যায় দাড়িয়ে, টাকা ঢুকবে হুড়মুড়িয়ে।
New Business Ideas – 2023 এর সেরা 5 টি বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে হলে পরুন বিস্তারিত।
পরের অফিসে চাকরির থেকে নিজের ছোটো ব্যাবসা স্টার্ট আপে (New Business Ideas) অনেকেই জোর দিচ্ছে এই জেনারেশনের। নিজের ছোটো পুঁজি দিয়েই ব্যাবসা শুরু করে সরকারি চাকরিজীবির থেকে বেশি আয় করাই যায় আবার সেটা অনেক কম বয়স থেকেই। এই ব্যাবসা নিজের বাড়ির ফাঁকা একটা ঘর থেকেই শুরু করতে পারেন।
সাইবার ক্যাফে – ইন্টারনেটের মাধ্যমে অফিসিয়াল সব কাজ করতেই সাইবার ক্যাফে যেতে হয়। আধার কার্ড,ভোটার কার্ড, প্যান কার্ড যেকোনো অফিসিয়াল ডকুমেন্ট হোক বা সেই ডকুমেন্টের আপডেট করার কাজ সব এর জন্যই দোকানে যেতে হয়। এর জন্য লাগবে শুধু একটা ল্যাপটপ বা কম্পিউটার, ব্রডব্যান্ড কানেকশন, প্রিন্টার।
Paytm এর Service Agent Id এর মাধ্যমে আয় করুন ৩০,০০০ পর্যন্ত, কিভাবে পাবেন এই আইডি জেনে নিন।
এগুলো আপনি অতি অল্প দামে অনেক জায়গা থেকেই পেয়ে যাবেন (New Business Ideas)। আবার আপনার পয়সা যদি অনেকটা কম থাকে তাহলে পুরোনো কিনেও কাজ চালাতে পারেন। কিন্তু আপনার মাসের শেষে ২৫-৩০ হাজার টাকা আয় হবেই হবে। এমনকি যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে চায় তাদেরও আপনার দোকানে আসতেই হবে।
ক্যাটারার ব্যাবসা – যেকোনো মানুষের ঘরের যেকোনো অনুষ্ঠানের খাবারের দায়িত্ব ক্যাটারার সার্ভিসগুলোকেই দেয়। তাই এই ব্যাবসায় (New Business Ideas) একবার আপনি নামলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম যদি আপনি খাবারের গুণগত মান ঠিক রাখতে পারেন। এর জন্য আপনার শুধুমাত্র ৭-৮ লোক লাগবে আর দুজন রান্নার অভিজ্ঞ লোক লাগবে।
প্রাথমিক ভাবে আপনার নিজের কিছু পয়সা দিয়ে আপনার খাবারের সার্ভিং এর জিনিস পত্র কিনতে হবে। কিন্তু এরপর থেকে আপনাকে আর কোনো পয়সা দিতে হবেনা। কেউই তার বাড়ির অনুষ্ঠানে নিজে রান্না করেনা। ক্যাটাররদের সারাবছর কাজ পেতে কোনো অসুবিধা হয়না তাই। মাসে ৫০০০০ টাকা পাকা তাই।
জিম ট্রেনিং – ২০২৩ সালে প্রত্যেকই নিজেকে সুন্দর এবং সুস্থ রাখার তাগিদে জিম যাচ্ছে। এই জিম খোলার জন্য শুধুমাত্র একটা বড়ো ঘর এবং কিছু ছোটো এক্সসারইজের জিনিস লাগে। নিজের বাড়ির ফাঁকা ঘর হলেও হবে। মোটামুটি দশ জন একটা ঘরে একসাথে দাঁড়িয়ে ব্যায়াম করতে পারবে এমন স্পেস হলেই হলো। এখান থেকে মাসে খুব সহজেই কুড়ি থেকে তিরিশ হাজার টাকা উপার্জন করাই যায়। আপনি পার্সোনালি কাউকে ট্রেনিং দিতে চাইলে সেখান থেকে আবার বেশি পয়সা পেতে পারেন।
চায়ের দোকান – কোনোরকম ইনভেস্টমেন্ট ছাড়াই যদি ব্যাবসা করতে চান তাহলে এই ব্যাবসায় যুক্ত হন। এখানে আয়ের কোনো সীমা থাকেনা। আপনি যেকোনো একটি ছোটো জায়গায় দোকান খুলুন অতি অল্প চায়ের দোকানের কিছু জিনিস নিয়ে। চা খায়না এমন মানুষ নেই। সারাদিনই লোক চা খেতেই থাকে তাই কাস্টোমারের অভাব হবেনা।
রেস্টুরেন্ট ব্যাবসা – বাইরে ঘুরতে যাওয়া হোক বা ডেটে যাওয়া সবাই একবার রেস্টুরেন্ট ঢুঁ মারতে যাবেই সকলে (New Business Ideas)। এই রেস্টুরেন্ট খোলার ভাবনাচিন্তা শুরু করলে প্রথমেই FSSAI লাইসেন্সের অ্যাপ্লাই করতে হবে। আপনি রেস্টুরেন্টকে থিমের আকারে বানিয়ে ব্যাবসা শুরু করতে পারেন। আবার ক্লাউড কিচেনও করতে পারেন। যেখানে সুইগি, জোমাটোর সাথে কানেক্ট করে নিন আপনার রেস্টুরেন্টকে। এখানে আপনার সেল বেশি অবশ্য খরচ অনেকটাই কম হবে।
দিনে মাত্র 5 ঘন্টা এই ব্যবসা করুন, বাকি সময় আরাম, ইনকাম মাসে 50 হাজার থেকে 1 লাখ।