স্কলারশিপ তথ্য

পশ্চিমবঙ্গের ৫ টি সেরা স্কলারশিপ – Top 5 scholarships in west bengal

 আজ আমরা চলে এসেছি আরো নতুন একটি বিষয় নিয়ে। আমরা সকলেই স্কলারশিপ নিয়ে আগ্রহী থাকি। কারণ এটি আমাদের অনেকটা সাহায্য করে বিভিন্ন ভাবে। আজ আমরা পশ্চিমবঙ্গে সেরা ৫ টি স্কলারশিপ নিয়ে আলোচনা করবো। কখন কিভাবে এই স্কলারশিপ গুলোতে আবেদন করা যায়? এবং কারা কারা আবেদন করতে পারে।

 

20210415 222904

  

সমস্ত স্কলারশিপের আবেদন করার সময় শুরু হয় জুলাই মাস থেকেই। সামনে সময় আসছে তাই আপনাদের জানা থাকলে আপনারা সময় মত আবেদন করতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যাক।

○ Swami Vivekananda Merit Cum Means Scholarship Minorities.

এই স্কলারশিপের পরিমাণ মাসে ৮০০০/- টাকা। এবং এখানে আবেদন করার সময় জুলাই থেকে সেপ্টেম্বর।

এই স্কলারশিপে আবেদন করতে হলে যা যা লাগবে,
মাধ্যমিকে ৭৫% মার্কস লাগবে,
উচ্চমাধ্যমিকে ৭৫% মার্কস লাগবে
গ্র্যাজুয়েশনে ৫৫% মার্কস লাগবে,
PG তে ৫৩%
বাৎসরিক আয় আড়াই লাখের নীচে হতে হবে।

○ Bigyani Kanya Medha Britti Scholarship.

এই স্কলারশিপের পরিমাণ মাসে ৩০০০/- টাকা। এখানে আবেদন করার সময়সীমা মে থেকে জুলাই। যে সমস্ত মেয়েট্ গ্র্যাজুয়েশন করছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

এই স্কলারশিপে আবেদন করতে হলে যা যা লাগবে,
অবশ্যই আপনাকে SC/ST বা OBC হতে হবে।
বার্ষিক ইনকাম আড়াইলাখ টাকার মধ্যে হতে হবে। (OBC দের জন্য ১ লাখ)

○ West Bengal Pre Matric Scholarship SC/ST students.

এটিতে ৯-১০ এর ছেলে-মেয়েরা এপ্লাই করতে পারবে। এবং তাদের অবশ্যই SC/ST বা OBC ক্যাটাগরির হতে হবে।  এই স্কলারশিপে আবেদন করার সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। এটিতে মাসে ১৫০ থেকে ৭৫০ টাকা করে পাবে ছাত্র-ছাত্রীরা। এবং বার্ষিক একবার হাজার টাকা পাবে।

বার্ষিক ইনকাম আড়াই লাখের মধ্যে হতে হবে। এবং অবশ্যই ৯ অথবা ১০ এ পড়তে হবে।

○  West Bengal Post Matric Scholarship SC/ST/OBC

এটির আবেদনের সময় সীমা সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই স্কলারশিপের পরিমান মাসিক ১৬০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।

এই স্কলারশিপে আবেদন করতে হলে যা যা লাগবে
আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। অর্থাৎ মাধ্যমিকের উঁচু লেভেলে পড়াশোনা করতে হবে।
আপনাকে ST/OBC ক্যাটাগরির হতে হবে।

○ Hindi Scholarship Scheme, West Bengal.

এই স্কলারশিপের আবেদনের সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর। এই স্কলারশিপের পরিমান মাসে ৩০০০ থেকে ১০০০০/- টাকা।

এই স্কলারশিপে আবেদন করতে হলে যা যা লাগবে,
আপনাকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েটে পড়াশোনা করতে হবে।
গত পরীক্ষায় ৬০% মার্কস থাকতে হবে।
হিন্দি বিষয় কম্পালসারি থাকতে হবে।

আমরা পর পর এটির আরো বেশ কিছু পার্ট করবো, যেখানে আরো বিভিন্ন অজানা স্কলারশিপের সমন্ধে আপনাদের জানাবো। ভালো থাকুন। আর সমস্ত খবর সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন- WhatsApp

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button