রায়গঞ্জ মেডিকেল কলেজে বসতে চলেছে দুটো অক্সিজেন প্লান্ট
করোনা দ্বিতীয় ধাপকে সামাল দিতে রায়গঞ্জের মেডিকেল কলেজে দ্রুত চালু হতে চলেছে দুটো অক্সিজেন প্লান্ট।
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ যাচ্ছে বহু সাধারণ মানুষের। প্রতিদিন মৃত্যুর অঙ্কটা বাড়ছে। এখন দ্রুত দরকার অক্সিজেন সহ বেড আরো ইত্যাদির। এরকম অবস্থায় রাজ্য সরকার প্রতিটি জেলায় অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নিয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আমাদের শহর রায়গঞ্জের মেডিকেল কলেজে বসতে চলেছে দুটো অক্সিজেন প্লান্ট। এবং এটির কাজ দূত শুরু করার চেষ্টা চলছে।
এরকম পরিস্থিতে রায়গঞ্জের মত জায়গায় যেখানে দৈনিক করোনা আক্রান্তের গড় সংখ্যা প্রায় ৩৫ জন। সেখানে প্রতিমুহুর্তে বিভিন্ন রোগিকে বেড ও অক্সিজেনের কারনে বিপদে পড়তে হচ্ছে। সেখানে রাজ্য সরকারের এরূপ উদ্যোগ যেন একটু শান্তির বাতাস দেয়। রায়গঞ্জে অক্সিজের প্লান্ট চালু হলে এর দ্বার উপকৃত হবেন রায়গঞ্জ মেডিকেল কলেজ সহ রায়গঞ্জের আশে পাশে থাকা নার্সিংহোম গুলিও।
সূত্রে আরো জানা গিয়েছে, ২০১৬ সালে বারোদুয়ারি-সুভাষগঞ্জ মোড়ে একটি বেসরকারি অক্সিজেন প্লান্ট তৈরি হয়েছিল, যেটি বিভিন্ন কারন বসত সেই বছরই বন্ধ হয়ে যায়। সেই বন্ধ হওয়া অক্সিজেন প্লান্টটিও আবার নতুন ভাবে চালু করার উদ্যোগ নিয়েছে সেই প্লান্টের কর্মকর্তারা।
খবরটি ভালো লাগলে এখুনি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম আরো খবর পেতে এখুনি যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- WhatsApp