অন্যান্য

প্রকাশিত হলো UGC NET Result, এখনই দেখে নিন । UGC NET Result has been published

আজই প্রকাশিত হয়েছে UGC NET এর রেজাল্ট। আপনি যদি নেট পরীক্ষা দিয়ে থাকেন তবে এখনই আপনার রেজাল্ট দেখে নিন। রেজাল্ট দেখবার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে। নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

সবার প্রথমে নীচে থাকা লিঙ্কে ক্লিক করুন এটি আপনাকে সরাসরি UGC NET Result সাইটে নিয়ে যাবে। তারপর আপনাকে যে কোনো একটি সার্ভারে ক্লিক করতে হবে। আপনি আপনার পছন্দ মত একটি সার্ভারে ক্লিক করে নিন।

এরপরের পেজে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে, প্রথমে আপনাকে আপনার Application Number লিখতে হবে। দ্বিতীয ঘরে আপনাকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এবং তৃতীয় ঘরে আপনাকে নীচে থাকা ছবি দেখে Enter Security Pin টাইপ করতে হবে। এই তিনটি ঘর ফিলাপ করে Submit বাটনে ক্লিক করলেই আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে।

• রেজাল্ট লিঙ্ক:- Link

খবরটি ছড়িয়ে দিন সকলের মধ্যে। এরকমই আরও সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button