টেক নিউজ

UIDAI এর নতুন নিয়ম, সকলকে করতে হবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট, জেনে নিন প্রক্রিয়া

সরকারি হোক বা বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের কাজ করার জন্য ভারতীয় নাগরিকদের অন্যতম প্রয়োজনীয় নথি হলো আধার কার্ড। বর্তমানে ভারতে গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে হোক কিংবা যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য অথবা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সবক্ষেত্রেই প্রয়োজন আধার কার্ড। ইতিপূর্বে Unique Identification Authority of India বা UIDAI -এর পক্ষ থেকে সমগ্র ভারতের নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছিলো যে, আগামী দিনগুলিতে প্রতি ১০ বছর অন্তর অন্তর ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেট করতে হবে। যদিও UIDAI এর তরফে আরও জানানো হয়েছিলো যে, আধার কার্ড আপডেটের প্রক্রিয়াটি ভারতীয় নাগরিকদের সুবিধার খাতিরেই কার্যকরী করা হয়েছে।

তবে বর্তমানে UIDAI এর তরফে ট্যুইট করে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে আরও জানানো হয়েছে যে, আধার কার্ডের আপডেটের পাশাপাশি আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করলে নাগরিকদের আধার কার্ডটি আরও শক্তিশালী হবে। আর এর জন্য আপনাকে মাত্র ২৫ টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি কি জানেন আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করলে আপনি কি কি সুবিধা পাবেন অথবা কিভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন? যদি না জেনে থাকেন তবে আজকের এই খবরটি আপনার জন্য।

চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করলে আপনারা কি কি সুবিধা পেয়ে যাবেন?
১. ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রোগ্রামের সুবিধা।
২. যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা।
৩. যেকোনো টেলিকম কোম্পানির সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে সুবিধা।
৪. রাজ্য অথবা কেন্দ্র যেকোনো সরকারের অধীনে থাকা যেকোন স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে সুবিধা।
৫. যেকোনো লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধা।
৬. আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করলে আপনি প্রায় ১০০০ টি প্রকল্পের সাথে যুক্ত হতে পারবেন এবং যেকোনো প্রকল্পে আবেদনের ক্ষেত্রে সুবিধা পাবেন।
৭. এ পাশাপাশি যারা ট্যাক্স প্রদান করে থাকেন তাদের ই-ভেরিফিকেশন এর ক্ষেত্রেও অনেক সুবিধা পাবেন।

Paytm এর Service Agent Id এর মাধ্যমে আয় করুন ৩০,০০০ পর্যন্ত, কিভাবে পাবেন এই আইডি জেনে নিন।

প্রয়োজনীয় নথি:-
১. আইডেন্টিটি প্রুফ।
২. অ্যাড্রেস প্রুফ বা বাসস্থানের প্রমাণ পত্র।

কিভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন?
নাগরিকদের সুবিধার জন্য এবারে UIDAI এর তরফে এমন এক প্রযুক্তি আনা হয়েছে, যার মাধ্যমে ভারতের সাধারণ মানুষ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেট সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য কয়েকটি সরল পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলি হলো:-

১. এর জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর লগইন অপশনে ক্লিক করে আপনার আধার নম্বর দিয়ে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৩. এরপর আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে ডকুমেন্টস আপডেট অপশনে ক্লিক করুন।
৪. এরপর next অপশনে ক্লিক করুন। Next এ ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ দেখতে পারবেন। এরপর ২ এমবি এর মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
৫. সবশেষে আপনাকে ২৫ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার ডকুমেন্টস আপডেটের কাজটি সম্পন্ন হবে।
৬. এরপর আপনি স্ট্যাটাস চেক করলেই দেখতে পারবেন আপনার আবেদনটি Approved হয়েছে কিনা।

Written by Sourav

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button