Ujjwala Yojana Apply – ফ্রী গ্যাস সিলিন্ডার পেতে আবেদন করুন উজ্জ্বলা যোজনায়। রইলো আবেদন পদ্ধতি
সমগ্র ভারতের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে বারংবার নানাবিধ স্কলারশিপ থেকে শুরু করে প্রকল্প, যোজনা কার্যকরী করা হয়েছে। তবে ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নাগরিকদের জন্য কার্যকরী উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana Apply) অত্যন্ত সহজেই সমগ্র ভারতবাসীর মন জয় করে নিয়েছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী বহু সংখ্যক নাগরিক উজ্জ্বলা যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে অনেকক্ষেত্রেই এই যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য না জানার কারণে ভারতীয় নাগরিকরা এই যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন না। আর তাই আজকের এই পোস্টে আমরা উজ্জ্বলা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।
চলুন তবে প্রথমে জেনে নেওয়া যাক উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana Apply) -এর অধীনে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন:-
বর্তমানে উজ্জ্বলা যোজনাটি উজ্জ্বলা যোজনা ২.০ নামেই বিশেষ পরিচিতি লাভ করেছেন। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, উজ্জ্বলা যোজনার অধীনে যেসমস্ত নাগরিকরা নিজেদের নাম নথিভুক্ত করবেন তাদের প্রথম সিলিন্ডারটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এর পাশাপাশি ওভেন সহ অন্যান্য দ্রব্যও সম্পন্ন বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।
তবে কেন্দ্র সরকারের অন্য যেকোনো যোজনার মতোই উজ্জ্বলা যোজনার অধীনেও নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে নাগরিকদের বেশ কতোগুলি শর্ত মেনে চলতে হয়। কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশ অনুসারে শুধুমাত্র দরিদ্র পরিবারের মহিলারাই উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana Apply) -এর সুবিধা নিতে পারবেন। তবে এক্ষেত্রে যেসমস্ত মহিলাদের পরিবারে অন্যকোনো এলপিজি কানেকশন রয়েছে তারা উজ্জ্বলা যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র না থাকলেও সাধারণ নাগরিকরা উজ্জ্বলা যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও যেসমস্ত ব্যক্তিরা কর্মসূত্রে নিজেদের স্থায়ী ঠিকানায় অথবা নিজস্ব বাড়িতে থাকেন না কিংবা ভাড়া বাড়িতে থাকেন তারাও এই যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ। আবেদন করতে ক্লিক করুন
উজ্জ্বলা যোজনার অধীনে কিভাবে নিজের নাম নথিভুক্ত করবেন?
উজ্জ্বল যোজনার অধীনে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে নাগরিকদের প্রথমে উজ্জ্বলা যোজনা -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.pmuy.gov.in/index.aspx -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজে থাকা Apply for PMUY Connection -এর অধীনে থাকা click here অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই ইন্ডেন, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি এই তিনটি অপশন আপনার সামনে চলে আসবে। এরপর আপনাকে আপনার সুবিধা অনুসারে যেকোনো একটি গ্যাস ডিস্ট্রিবিউটর নির্বাচন করে Click here to apply বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করে জমা দিলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
একই সঙ্গে আবেদন করেছেন দুটি স্কলারশিপে। তবে আপনার জন্য রয়েছে খারাপ খবর
এছাড়াও আপনি চাইলে আবেদনপত্রটি ডাউনলোড করে, সঠিকভাবে পূরণ করে আপনার নিকটবর্তী গ্যাস এজেন্সিতে জমা দেওয়ার মাধ্যমেও আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অনলাইন হোক বা অফলাইন যেকোনো মাধ্যমেই আবেদনের পদ্ধতি সম্পন্ন করার পর আপনার সমস্ত তথ্য এবং নথি যাচাই করা হবে। যাচাই করার প্রক্রিয়া সম্পন্ন হলেই আপনি উজ্জ্বলা যোজনার আওতায় নিজস্ব গ্যাস কানেকশনটি পেয়ে যাবেন।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. আবেদনকারীর কেওয়াইসি।
২. রাজ্য সরকারের তরফে জারি করার রেশন কার্ড।
৩. আবেদনকারী এবং আবেদনকারীর পরিবারের অন্য সমস্ত সদস্যর আধার কার্ড।
৪. ঠিকানার প্রমাণপত্র।
৫. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস।