উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ । University Of North Bengal Job Notification 2021
University Of North Bengal Job Notification 2021
আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই পোষ্টটি আপনার জন্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পদের নাম, যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে নীচে আলোচনা করা হলো।
আবেদনের শেষ তারিখঃ- নতুন বছরের জানুয়ারি মাসের ৬ তারিখ পর্যন্ত।
পোষ্টের নামঃ-
(ক) Junior Assistant :- এই পোষ্টটি Group-C এর জন্য।
○ শূণ্যপদঃ- এই পদের মোট শূণ্যপদ ৩ টি। ( জেনারেল-১ টি; ST-১ টি; OBC-A- ১ টি)
○ বেতনঃ- এই পদের বেতন ৭২০০-২৫৪০০ টাকা পর্যন্ত। +৩৩০০ (G.P)
○ যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রয়োজন।
○ বয়েসঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে, ১ লা জানুয়ারি ২০২১ হিসেবে। ST-SC ও OBC ক্যাটাগরির ছেলে-মেয়েরা সরকারি নিয়মে বয়েসের ছাড় পাবে।
(খ) Library Attendant :- এই পোষ্টটি Group-D এর জন্য।
○ শূণ্যপদঃ- এই পদের মোট শূণ্যপদ ১ টি। (জেনারেল-১ টি)
○ বেতনঃ- এই পদের বেতন ৫৪০০-১৮,৬০০ টাকা পর্যন্ত। +১৮০০ (G.P)
○ বয়েসঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে, ১ লা জানুয়ারি ২০২১ হিসেবে। ST-SC ও OBC ক্যাটাগরির ছেলে-মেয়েরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবে।
○ যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এবং এই কাজের প্রতি অভিজ্ঞতা থাতে হবে।
(গ) Office Peon :- এই পোষ্টটি Group-D এর জন্য।
○ শূণ্যপদঃ- এই পদের মোট শূণ্যপদ ১ টি। (ST-১ টি)
○ বেতনঃ- এই পদের বেতন ৫৪০০-১৮,৬০০ টাকা পর্যন্ত। +১৮০০ (G.P)
○ বয়েসঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে, ১ লা জানুয়ারি ২০২১ হিসেবে। ST-SC ও OBC ক্যাটাগরির ছেলে-মেয়েরা সরকারি নিয়মে বয়েসের ছাড় পাবে।
○ যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এবং এই কাজের প্রতি অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) Junior Darwan :- এই পোষ্টটি Group-D এর জন্য।
○ শূণ্যপদঃ- এই পদের মোট শূণ্যপদ ১ টি। (জেনারেল-১ টি)
○ বেতনঃ- এই পদের বেতন ৫৪০০-১৮,৬০০ টাকা পর্যন্ত। +১৮০০ (G.P)
○ বয়েসঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে, ১ লা জানুয়ারি ২০২১ হিসেবে। ST-SC ও OBC ক্যাটাগরির ছেলে-মেয়েরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবে।
○ যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এবং এই কাজের প্রতি অভিজ্ঞতা থাকতে হবে।
(ঙ) Junior Electrician :- এই পোষ্টটি Group-D এর জন্য।
○ শূণ্যপদঃ- এই পদের মোট শূণ্যপদ ১ টি। (জেনারেল-১ টি)
○ বেতনঃ- এই পদের বেতন ৫৪০০-১৮,৬০০ টাকা পর্যন্ত। +১৮০০ (G.P)
○ বয়েসঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে, ১ লা জানুয়ারি ২০২১ হিসেবে। ST-SC ও OBC ক্যাটাগরির ছেলে-মেয়েরা সরকারি নিয়মে বয়েসের ছাড় পাবে।
○ যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এবং এই কাজের প্রতি অভিজ্ঞতা থাকতে হবে।
(চ) Junior Jamadar :- এই পোষ্টটি Group-D এর জন্য।
○ শূণ্যপদঃ- এই পদের মোট শূণ্যপদ ১ টি। (জেনারেল-১ টি)
○ বেতনঃ- এই পদের বেতন ৫৪০০-১৮,৬০০ টাকা পর্যন্ত। +১৮০০ (G.P)
○ বয়েসঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে, ১ লা জানুয়ারি ২০২১ হিসেবে। ST-SC ও OBC ক্যাটাগরির ছেলে-মেয়েরা সরকারি নিয়মে বয়েসের ছাড় পাবে।
○ যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এবং এই কাজের প্রতি অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ- এই চাকরির আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করবার জন্য www.ubtec.org.in সাইটে ভিজিট করতে হবে।
আবেদন ফ্রীঃ-
(ক) Group-C পদে আবেদন ফি ৩০০/- টাকা। (ST ও SC দের ক্ষেত্রে ২৫০/- টাকা)
(খ) Group-D পদে আবেদন ফি ৩০০/- টাকা। (ST ও SC দের ক্ষেত্রে ২৫০/- টাকা)
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• আবেদন লিঙ্কঃ- Link
• অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কঃ- Link
• আরো চাকরির খবর পড়ুন- Link
○ বিভিন্ন স্কলারশিপের আপডেট জানুন –
1- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
2- ওয়েসিস স্কলারশিপ
3- ঐক্যশ্রী স্কলারশিপ
4- নবান্ন স্কলারশিপ
• সরকারি ভাতা ও প্রকল্পের খবর জানতে পাশের লিঙ্কে ক্লিক করুন- Link