জব কার্ড থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০,০০০ টাকা, জেনে নিন বিস্তারিত । Up to Rs. 30,000 for Job Card Holders
আপনাদের যাদের জব কার্ড (Job Card) আছে তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। আপনাদের অ্যাকাউন্টে বিপুল পরিমান টাকা ঢুকতে চলেছে। কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কতো টাকা করে ঢুকবে ইত্যাদি আরও নানান তথ্য নিয়ে নীচে বিশদে আলোচনা করা হলো –
• কতো টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে?
দিনে ২১৩ টাকা করে মজুরি ধরলে একমাসে আপনি মোট ৬৩৯০ টাকা থেকে শুরু করে ৫ মাসে প্রায় ৩২,০০০ টাকা অবধি পেতে পারেন।
• কারা পাবেন এই টাকা?
গত ডিসেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত জব কার্ডের অধীনে যারা বিভিন্ন কাজ করছিলেন তারা এই টাকা পাবেন। উল্লেখ্য, গত পাঁচ মাসের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই টাকাই রাজ্য দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকমাস ধরে যারা রাজ্যের নিম্নলিখিত দপ্তরগুলো যেমন –
° সেচ দপ্তর ( Irrigation Department )
° PWD দপ্তর ( PWD Department )
° জল উৎস অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রক ( WRID Department )
° পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর ( Panchayat &Rural Development Department )
° নগর উন্নয়ন মন্ত্রক ( Urban Development Department )
° স্কুল শিক্ষা দপ্তর ( School Education Department )
° অনগ্রসর শ্রেণী দপ্তর (Backwards Classes Department )
° জাতি উপজাতি উন্নয়ন মন্ত্রক (Tribal Development Department )
° MSME Department
• আরও পড়ুন:- শুরু হয়ে গেলো ওয়েসিস স্কলারশিপ ২০২২-২৩ এর আবেদন প্রক্রিয়া , মোবাইলের মাধ্যমে সহজেই আবেদন করুন
ইত্যাদি দপ্তরগুলোর অধীনে ১০০ দিনের কাজ করে আসছিলেন তারা এই টাকা পাবে।
প্রসঙ্গত অনেকদিন ধরে জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ঢুকছিলো না। ফলে কাজ করার পরেও টাকা না পাওয়ায় স্বভাবতই শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিলো। তাই জব কার্ড হোল্ডারদের এই সমস্যা মেটাতেই সব টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যাদের জব কার্ড রয়েছে তাদের পুনরায় নতুন করে কাজ দেওয়ার সিদ্ধান্তও প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে।
এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।