স্কলারশিপ তথ্য

নতুন ৩ টি সরকারি স্কলারশিপ সংক্রান্ত আপডেট, আজই আবেদন করুন । Update about new three government scholarship

ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো নতুন তিনটি সরকারি স্কলারশিপ নিয়ে। সাধারণত দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করাই এই স্কলারশিপগুলির প্রধান উদ্দেশ্য। স্কলারশিপ গুলি কি কি, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কবে? সমস্ত কিছু নিয়েই আজ আমরা আলোচনা করবো। চলুন বিস্তারিত শুরু করা যায়।

(ক) জেএন টাটা অ্যানডাউমেন্ট লোন স্কলারশিপ ২০২২-২০২৩
• জেএন টাটা অ্যানডাউমেন্ট লোন স্কলারশিপের উদ্দেশ্য:- এই স্কলারশিপটি সেই সব ভারতীয় পড়ুয়াদের জন্য যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। এটি একধরনের লোন স্কলারশিপ। এক্ষেত্রে পড়ুয়াদের একটি আংশিক ভ্রমণ অনুদান এবং একটি উপহার পুরস্কার দেওয়া হয়। বিদেশে গিয়ে পড়ুয়াদের গবেষণার কাজে এবং অ্যাকাডেমিক পারফরম্যান্সে আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে এই স্কলারশিপ দেওয়া হয়।
• এই স্কলারশিপের আবেদন করার যোগ্যতা:-
(১) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।
(২) আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের নীচে। বয়স হিসাব করতে হবে ৩০ শে জুন,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
(৩) আবেদনকারীকে স্নাতক পাশ হতে হবে অথবা ভারতের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক প্রোগ্রামের শেষবর্ষে পাঠরত হতে হবে।
(৪) আবেদনকারীকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
• এই স্কলারশিপে যে পরিমাণ অর্থ দেওয়া হবে:- এই স্কলারশিপে বার্ষিক ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে।
• জেএন টাটা অ্যানডাউমেন্ট লোন স্কলারশিপ ২০২২-২০২৩ এ আবেদনের শেষ তারিখ:- ২১ শে মার্চ, ২০২২।

• আবেদন করুন:- Link

(খ) চরপাক মাস্টার্স প্রোগ্রাম ২০২২
• চরপাক মাস্টার্স প্রোগ্রামের উদ্দেশ্য:- এই স্কলারশিপ প্রোগ্রামটি স্নাতকোত্তর ডিগ্রীর পড়ুয়াদের জন্য ক্যাম্পাস ফ্রান্স ইন্ডিয়ার একটি উদ্যোগ। স্কলারশিপের উদ্দেশ্য হলো মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিকভাবে সহায়তা করা।
• এই স্কলারশিপের আবেদন করার যোগ্যতা:-
(১) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।
(২) আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
(৩) আবেদনকারীকে ইউজিসির অন্তর্ভুক্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
(৪) এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে ফ্রান্সে একটি কোর্স করার জন্য প্রস্তুত থাকতে হবে।
• এই স্কলারশিপে যে পরিমাণ অর্থ দেওয়া হবে:- এই স্কলারশিপে ৫ হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি ছাড় দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
• চরপাক মাস্টার্স প্রোগ্রাম ২০২২ এ আবেদন করার শেষ তারিখ:- ২৮ শে মার্চ, ২০২২

• আবেদন করুন:- Link

(গ) ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ স্কিম ফর এসসি ২০২২-২০২৩
• ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ স্কিম ফর এসসি এর উদ্দেশ্য:- এই স্কলারশিপটি তপশিলি জাতি, ডিনোটিফাইড যাযাবর, আধা-যাযাবর উপজাতি, ভূমিহীন কৃষি, শ্রমিক ও ঐতিহ্যবাহী কারিগরদের জন্য ।
• এই স্কলারশিপের আবেদন করার যোগ্যতা:-
(১) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।
(২) আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের নীচে।
(৩) আবেদনকারীকে পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষের কম হতে হবে।
• এই স্কলারশিপে যে পরিমাণ অর্থ দেওয়া হবে:- এই স্কলারশিপে ১৫ হাজার ৪০০ মার্কিন ডলার ভাতা দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
• ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ স্কিম ফর এসসি ২০২২-২০২৩ এ আবেদন করার শেষ তারিখ:- ৩১ শে মার্চ, ২০২২

• আবেদন করুন:- Link

সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রামআইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button