এবার মাত্র ৯৯ টাকার রিচার্জে সারা মাস, এয়ারটেলের নতুন অফার
কিছুদিন আগেই সমস্ত কোম্পানি গুলি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। যার ফলে বিপাকে পড়েছে সাধারন মানুষেরা। ফলস্বরূপ অনেক গ্রাহকই মুখ ফেরাচ্ছেন জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের দিক থেকে।
এর ফলে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলিকে লসের মুখে পড়তে হচ্ছে। এই লস থেকে বাঁচবার জন্য বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি সস্তার প্ল্যান বের করছে। যাতে সাধারণ মানুষেরা সেই প্ল্যান গুলো ব্যবহার করতে পারে। আজ সেরকমি একটা এয়ারটেল প্ল্যানের কথা বলবো।
এই প্ল্যানে আপনাকে আপনার এয়ারটেল সিমে রিচার্জ করতে হবে ৯৯ টাকার। ৯৯ টাকার বদলে আপনি পাবেন পুরো ৯৯ টাকা টকটাইম। এছাড়াও থাকছে এস এম এস এর সুবিধা। আরো পাবেন ২০০ এম বি ডেটা। এই ২০০ এম বি ডেটা চলবে পুরো ২৮ দিন। অথাৎ আপনি যদি মোবাইল সাধারণত ফোন করার জন্য ব্যবহার করে থাকেন। তবে এই প্ল্যানটি আপনার জন্য খুবই উপকারী একটি প্ল্যান হতে পারে।
এই প্ল্যানে আপনি কল করতে পারবেন প্রতি সেকেন্ড ১ পয়সার বিনিময়ে। এবং এস এম এস পাঠাতে পারবেন প্রতি এস এম এস এক টাকার বিনিময়ে।
• আরো খবর পড়ুন- Link