আবেদন করুন প্রতিবন্ধী স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত। Handicapped Scholarship
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও ওয়েসিস স্কলারশিপের মতো পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী পড়ুয়াদের জন্যও একটি স্কলারশিপ চালু রয়েছে। যা প্রতিবন্ধী স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপে কিকরে আবেদন করবেন? এই স্কলারশিপে আবেদন করবার জন্য যোগ্যতা কি কি প্রয়োজন হয়? এবং কত করে টাকা পাওয়া যায় তা সমস্ত নিয়ে এই পোষ্টে আলোচনা করা হলো।
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের তরফ থেকে রাজ্যের প্রতিবন্ধী ছাত্র এবং ছাত্রীদের জন্য প্রতিবন্ধী স্কলারশিপের আয়োজন করা হয়। যাতে সমস্ত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী নিজেদের পড়াশোনা সঠিক নিয়মে চালিযে নিয়ে যেতে পারে।
○ প্রতিবন্ধী স্কলারশিপে আবেদন করবার শর্তঃ-
সমস্ত স্কলারশিপের মত প্রতিবন্ধী স্কলারশিপেও আবেদন করবার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। যেগুলো আপনি পূরন করলেই, এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন।
১) আপনার প্রতিবন্ধীর সার্টিফিকেট থাকতে হবে।
২) পরিবারের ইনকাম ২ লাখ টাকার কম হতে হবে।
৩) শেষ পরীক্ষায় ৪০% নাম্বার থাকতে হবে।
৪) অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
৫) আপনার নিজস্ব ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে।
○ প্রতিবন্ধী স্কলারশিপে কত টাকা দেওয়া হয়?
এই স্কলারশিপে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন টাকা ধার্য করা হয়।
১) নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ৩০০ টাকা দেওয়া হয়।
২) একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ৪০০ টাকা দেওয়া হয়।
৩) স্নাতক (বি.এ, বি.কম, বি.এসসি) শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ৭০০ টাকা দেওয়া হয়।
৪) স্নাতক (বিঞ্জান ও পেশাগত) শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ৮০০ টাকা দেওয়া হয়।
৫) স্নাতক (ইংরেজী ও চিকিৎসা বিঞ্জান ) শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ১০০০ টাকা দেওয়া হয়।
৬) স্নাতকোত্তর ( কলা ও বানিজ্য ) শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ১০০০ টাকা দেওয়া হয়।
৭) স্নাতকোত্তর ( বিঞ্জান এবং পেশাগত ) শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ১২০০ টাকা দেওয়া হয়।
৮) এম ফিল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ১০,০০০ টাকা দেওয়া হয়।
৯) পি এইচ ডি শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ২৫,০০০ টাকা দেওয়া হয়।
আরো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনাদের সুবিধার জন্য আমি নীচে চার্ট টা দিয়ে রাখলাম।
○ প্রতিবন্ধী স্কলারশিপে আবেদন করবার পদ্ধতিঃ–
এই স্কলারশিপে আবেদন করতে হয় অফলাইনে। নিদিষ্ট ফর্ম ফিলাপ করে তারসঙ্গে প্রয়োজনীয় ডকোমেন্স যুক্ত করে সেগুলো একত্রে জমা করতে হয় জনশিক্ষা প্রসার অধিকারিকের কার্যালয়ে। আবেদন পত্রের লিঙ্ক নীচে দেওয়া রইলো।
○আবেদন করবার শেষ তারিখঃ- এই স্কলারশিপে আবেদন করবার শেষ তারিখ ১৫ই ডিসেম্বর।
○ অফিসিয়াল ওয়েবসাইটঃ- Link
○ আবেদন পত্রের লিঙ্কঃ- Link
• চাকরির খবর পড়ুন- Link
○ বিভিন্ন স্কলারশিপের আপডেট জানুন –
1- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
2- ওয়েসিস স্কলারশিপ
3- ঐক্যশ্রী স্কলারশিপ
4- নবান্ন স্কলারশিপ
• সরকারি ভাতা ও প্রকল্পের খবর জানতে পাশের লিঙ্কে ক্লিক করুন- Link