Aadhaar Service Centre: আধার সেবা কেন্দ্র খুলতে চান? সরকার দিচ্ছে ফ্রীতে আইডি পাসওয়ার্ড, আবেদন করুন আজই
আপনি কি জানেন এখন আপনি বাড়িতে বসেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank) এর রিটেইল আইডি (Retail Id) তৈরি করতে পারবেন তাও সম্পূর্ণ বিনামূল্যে। যদি না জেনে থাকেন তবে এই খবরটি আপনার জন্য। ইতিমধ্যেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের উদ্যোগে পোস্ট অফিসের তৎপরতায় আধার কার্ড বানানো, আধার কার্ডের ভুল সংশোধন, মোবাইল নাম্বার পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, ফটো পরিবর্তন কিংবা বিভিন্ন তথ্য আপডেট করার মতো কাজগুলি নতুন করে শুরু করা হয়েছে। কিন্তু আধার কার্ডের এই সমস্ত কাজগুলি করার ক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের রিটেইল আইডি (Retail Id) । আর এখন আপনারা বাড়িতে আপনার ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করে নিতে পারবেন এই রিটেইল আইডি।
চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই রিটেইল আইডি তৈরি করবেন:-
১. প্রথমেই আপনাকে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx এ যেতে হবে।
২. এরপর আপনার সামনে যে হোম পেইজটি আসবে তাতে একদম উপরের দিকে Register অপশনে ক্লিক করুন।
৩. উপরোক্ত Register অপশনে ক্লিক করলেই Retail লেখাটি দেখা যাবে, তাতে ক্লিক করুন।
৪. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার পছন্দ অনুযায়ী ইউজার আইডি (User Id), আপনার নাম, ঠিকানা, বৈধ ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রার (Register) অপশনে ক্লিক করতে হবে।
জিও দিচ্ছে ৩৯৯ টাকায় পুরো পরিবারের ইন্টারনেট, কিভাবে পাবেন জেনে নিন
৫. এরপর আপনার ইমেইল অ্যাড্রেসটিতে একটি লিংক এবং পাসওয়ার্ড আসবে।
৬. ওই লিংকটিতে ক্লিক করে আপনার আইডি অ্যাক্টিভ করতে হবে।
৭. আপনার আইডি অ্যাক্টিভেট হলেই আপনার ইমেইল আইডিতে আসা পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগইন করতে হবে।
৮. এরপর আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিজস্ব পছন্দ অনুসারে একটি পাসওয়ার্ড রাখতে হবে।
৯. এই সমস্ত কাজগুলি সম্পন্ন হলে মেনুতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আধার আপডেট সহ আর কি কি কাজ আপনি করতে পারবেন।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।