DA নিয়ে গ্যাঁড়াকলে সরকার, সপ্তাহের মাঝে আবারও কর্মবিরতির ডাক সরকারি কর্মচারিদের।
DA-র দাবিতে আবারও চালু হল আভিনব আন্দোলন, জানুন বিস্তারিত।
DA এর জন্য আবার কর্মবিরতির ডাক সরকারি কর্মচারিদের। দীর্ঘ দিন ধরে রাজ্য সরকারের সঙ্গে বসচা রাজ্যের সরকারি কর্মচারিদের তাদের হকের DA নিয়ে। রাজ্যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তাই তারা অবস্থান থেকে উঠেছিল। কিন্তু ফের আজ ২৮ ফেব্রুয়ারি দুপুর দুটোয় দুঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে এবং পরবর্তী কর্মসূচীর কথাও ঘোষণা করেছে।
পরীক্ষার বিষয়ে তারা নিশ্চিত করেছে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবেনা। শহীদ মিনারের পাদদেশে লাগাতার আন্দোলন ও অনশন চালিয়ে গেছে তারা বিগত বেশ কিছু দিন ধরে। ২০ এবং ২১ ফেব্রুয়ারি সমস্ত সরকারি অফিসে পেনডাউন কর্মসূচিও চলেছিল অর্থ্যাৎ তারা অফিসে এলেও কোনো কাজ করবেনা।
পশ্চিমবঙ্গের বকেয়া DA সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, এই প্রথম বকেয়া ডিএ মেটানোর আশ্বাস দিলেন।
রাজ্যের সাথে কেন্দ্রের ডিএ পার্থক্য যেকোনো কাউকে অবাক করবে। এর আগে সরকারের কাছে বারবার আবেদন জানালেও তা কোনোদিনই সরকার গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করেনি। আগামী ১০ ই মার্চ শিক্ষক সংগঠন গুলি ধর্মঘটের ডাক দিয়েছে।
রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে জানিয়েছেন তিন শতাংশ পূর্বের ঘোষিত ডিএ এবং বর্তমানের ৩ শতাংশ ডিএ মার্চ মাস থেকে প্রত্যেক সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে যুক্ত হতে থাকবে। কিন্তু এই কথায় বিশ্বাস আনতে রাজি নয় রাজ্যের কর্মচারীরা। এই মার্চেই DA নিয়ে সুপ্রিম কোর্টের মামলার পরবর্তী শুনানি।
প্রায় ৩৬ টি সংগঠনকে সঙ্গে নিয়ে ৫ই মার্চ শহিদ মিনারের পাদদেশে পথসভার ডাক দিয়েছে। ৫ এবং ৬ ই মার্চ রাজ্যে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা আইনি পথের সাথে সবরকম পথে আন্দোলন চালিয়ে যাবে। এ নিয়ে রাজ্যের রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন এটা রাজনৈতিক মদতপুষ্ট আন্দোলন এখানে সকল শিক্ষক। একের পর এক আন্দোলনের শেষ কোথায় সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্য।