প্রকাশিত হলো GDS Cycle 3 এর রেজাল্ট ডেট এবং GDS Cycle 4 এর নিয়োগ নোটিফিকেশন
নমস্কার বন্ধুরা, সকলের জন্য উঠে এলো দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। যারা GDS Cycle 3 তে অ্যাপ্লাই করেছিলেন তারা বহুদিন ধরেই অপেক্ষা করে আছেন GDS Cycle 3 এর রেজাল্টের। এবং যারা GDS Cycle 4 এ আবেদন করবার জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্যও রয়েছে আজ সুখবর তবে চলুন আজ এই দুটি নোটিফিকেশনের বিস্তারিত আলোচনা করা যাক।
প্রথমেই আসি GDS Cycle 4 এর শূন্যপদ নিয়ে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী GDS Cycle 4 এর মোট শূন্যপদ থাকবে ১৮২১ টি। কোন Region এর কোন ডিভিশনে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো আগে একনজরে দেখে নেওয়া যাক।
★ হেডকোয়ার্টার Region – মোট ৬৯ টি শূন্যপদ
○ আন্দামান নিকোবর ডিভিশনে রয়েছে ৪৮ টি শূন্যপদ
○ সিকিম স্টেট ডিভিশনে রয়েছে ২১ টি শূন্যপদ
★ কলকাতা Region – মোট ৫৪৫ টি শূন্যপদ
○ পূর্ব কলকাতা ডিভিশনে রয়েছে ১১২ টি শূন্যপদ
○ সাউথ কলকাতা + আলিপুর ডিভিশনে রয়েছে ৩৩ টি শূন্যপদ
○ উত্তর প্রেসিডেন্সি ডিভিশনে রয়েছে ২২ টি শূন্যপদ
○ দক্ষিন প্রেসিডেন্সি ডিভিশনে রয়েছে ৫২ টি শূন্যপদ
○ বারাসাত ডিভিশনে রয়েছে ১০৭ টি শূন্যপদ
○ উত্তর নদীয়া ডিভিশনে রয়েছে ৬০ টি শূন্যপদ
○ দক্ষীন নদীয়া ডিভিশনে রয়েছে ৩২ টি শূন্যপদ
○ মুর্শিদাবাদ ডিভিশনে রয়েছে ৮৫ টি শূন্যপদ
○ বীরভূম ডিভিশনে রয়েছে ৪২ টি শূন্যপদ
★ সাউথ বেঙ্গল Region – মোট ৬২৯ টি শূন্যপদ
○ আসানসোল ডিভিশনে রয়েছে ২০ টি শূন্যপদ
○ বাঁকুড়া ডিভিশনে রয়েছে ১১৩ টি শূন্যপদ
○ হাওড়া ডিভিশনে রয়েছে ৩৬ টি শূন্যপদ
○ মেদিনীপুর ডিভিশনে রয়েছে ৮৭ টি শূন্যপদ
○ বীরভূম ডিভিশনে রয়েছে ৬৮ টি শূন্যপদ
○ সাউথ হুগলি ডিভিশনে রয়েছে ৩৯ টি শূন্যপদ
○ নর্থ হুগলি ডিভিশনে রয়েছে ৬০ টি শূন্যপদ
○ পুরুলিয়া ডিভিশনে রয়েছে ৬২ টি শূন্যপদ
○ কোনটাই ডিভিশনে রয়েছে ৯২ টি শূন্যপদ
○ তমলুক ডিভিশনে রয়েছে ৫২ টি শূন্যপদ
★ নর্থ বেঙ্গল Region – মোট ৫৩৬ টি শূন্যপদ
○ জলপাইগুড়ি ডিভিশনে রয়েছে ৭৫ টি শূন্যপদ
○ দার্জিলিং ডিভিশনে রয়েছে ৪৫ টি শূন্যপদ
○ দিনাজপুর ডিভিশনে রয়েছে ১৩০ টি শূন্যপদ
○ কোচবিহার ডিভিশনে রয়েছে ১৪৩ টি শূন্যপদ
○ মালদা ডিভিশনে রয়েছে ১৪২ টি শূন্যপদ
○ RMS ‘SG’ ডিভিশনে রয়েছে ১ টি শূন্যপদ
★ M & BD Region – মোট ৪২ টি শূন্যপদ
○কলকাতা RMS ডিভিশনে রয়েছে ১৭ টি শূন্যপদ
○ কলকাতা AP Sorting ডিভিশনে রয়েছে ১৮ টি শূন্যপদ
○ RMS ‘SB’ ডিভিশনে রয়েছে ৭ টি শূন্যপদ
যে ডিভিশন গুলির নাম উল্লেখ করা হলো না, সেই ডিভিশন গুলিতে GDS Cycle 4 এ কোনো শূন্যপদ নেই।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে GDS Cycle 4 এর মূল নোটিফিকেশনটি প্রকাশিত হবে চলতি মাসের শেষ সপ্তাহে। এবার থেকে বছরে দুবার GDS নিয়োগ হবে একটি জানুয়ারির শেষ সপ্তাহে আরেকটি জুলাইয়ের শেষ সপ্তাহে।
এবার আসি GDS Cycle 3 Result Date নিয়ে। নোটিফিকেশন অনুযায়ী জানুয়ারির শেষ সপ্তাহে GDS Cycle 4 এর মূল নোটিফিকেশনটি প্রকাশিত হবে । সেদিনে নজর রেখে অনায়াসে বলা যায় এই নোটিফিকেশন বেরোনোর আগের সপ্তাহে বা সেই সপ্তাহেই GDS Cycle 3 এর রেজাল্ট বেরোবে।