School Holiday – রাজ্যের সকল সরকারি স্কুলে টানা 11 দিন ছুটি ঘোষণা, জারি হল বিজ্ঞপ্তি।
School Holiday – কবে থেকে ছুটি শুরু?
পশ্চিমবঙ্গ সরকারের তরফে হঠাৎই ছুটি ঘোষণা (School Holiday) মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে। রাজ্যে গতকাল থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা পূর্ববর্তী নিয়ম অনুযায়ী পরীক্ষা হওয়াতে অন্য স্কুলে সেন্টার পড়েছে সকলের। অন্য স্কুলে পরীক্ষার্থী যেমন যায় কিছু ক্ষেত্রে ঠিক তেমনই শিক্ষকদেরও যেতে হয়। তাই একটা অগোছালো পরিস্থিতি হয়ে যায় স্কুলগুলিতে। এই পরিস্থিতিতে পর্ষদের তরফে নোটিশ দিয়ে কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে।
১৪ তারিখ থেকে ছুটি ঘোষণা (School Holiday) করা হয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে। প্রায় তিন বছর পর আগের নিয়মে পুরো সিলেবাসে অন্য সেন্টারে পরীক্ষা করাতে চলেছে রাজ্য। তাই তারা চাইছেনা কোনো ভুলভ্রান্তি হোক। বিগত বছরে ঊচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও তা হয়েছিল হোম সেন্টারে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর, সবাই এটাই চাইছিলো।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে সরকার বেশ সজাগ। নিরাপত্তার বিষয়ে পর্ষদের তরফে একাধিক নিয়ম জারি করা হয়েছে। পরীক্ষা হলের বাইরে ১৪৪ ধারা বজায় থাকবে তার সাথে ফোন ব্যাবহারে সম্পূর্ণ নিশেধাজ্ঞ্বা জারি করা হয়েছে। কোনো পরীক্ষার্থী আগে বেরিয়ে এলেও তাকে প্রশ্ন দেওয়া হবেনা পরীক্ষার সময় শেষ না হলে। এবারে আবার উচ্চমাধ্যমিকের খাতা দেখার চার্জ বাড়িয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত যেকোনো ব্যাক্তিরই প্রায় পয়সা বাড়ছে। স্বভাবতই খুশি শিক্ষক মহল।
গরমের ছুটির আগে এই লম্বা ছুটি ছাত্রদের কাছেও খুশির খবর। তবে পর্ষদ নির্দিষ্ট করে দিয়েছে যে সকল স্কুলে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা একসাথে হচ্ছে তাদের ক্ষেত্রেই একমাত্র ছুটি থাকবে শুধুমাত্র একাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে যেসকল স্কুলে সেখানে অর্ধদিবস থাকবে। পর্ষদের তরফে প্রতিটি স্কুলেই এই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রুটিন এক হওয়াতে স্কুলগুলির ক্লাস করানো সম্ভব নয় শিক্ষকদের পক্ষে। তবে ১৪ থেকে ২৭ তারিখ অবধি ছুটি থাকলেও ১৫ তারিখ খোলা থাকবে। তারপর আবার একই নিয়মে স্কুলে ক্লাস চলতে থাকবে।
পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে টানা 11 দিন ছুটি ঘোষণা, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত।