সরকারি প্রকল্প

আবেদন করুন সামাজিক সুরক্ষা প্রকল্পে এবং পেয়ে যান যে কোনো সমস্যায় আর্থিক সুবিধা । WB Samajik Suraksha Yojana 2022 Apply

পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে আরও একটি জনমুখী প্রকল্প সামাজিক সুরক্ষা প্রকল্প বা SSY Scheme। এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কীভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন এই সব বিস্তারিত বিবরণ নিয়েই আজকের এই পোস্ট। চলুন জেনে নেওয়া যাক।

• সামাজিক সুরক্ষা প্রকল্প বা SSY Scheme কি?
রাজ্যের অসংগঠিত শ্রমিক, কোটি কোটি খেটে খাওয়া মানুষ, মজুর, নির্মাণকর্মী, এছাড়াও সাধারণ কর্মের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য চালু করা হলো এই সামাজিক সুরক্ষা যোজনা বা SSY Scheme। এই যোজনার উদ্দেশ্য হলো অসংগঠিত শ্রমিকদের বার্ধক্যজনিত দুর্দশা জীবনসংগ্রাম শারীরিক অক্ষমতা ও অসমর্থতা সন্তান প্রতিপালনের দায়িত্ব এবং স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির ক্ষেত্রে সক্ষম করে তোলা এবং তাদের আয় সুনিশ্চিত করা।

• সামাজিক সুরক্ষা প্রকল্প বা SSY Scheme কি কি সুবিধা পাওয়া যাবে?
(১) নানান সামাজিক সুরক্ষা পরিষেবা পাওয়া যাবে,
(২) ফ্রি তে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে,
(৩) ছেলে-মেয়েদের পড়াশুনোর জন্যে বছরে বছরের আর্থিক সাহায্যের সুবিধা রয়েছে,
(৪) অবসর কালে মাসে মাসে পেনশন মিলবে।
(৫) দুর্ঘটনায় মৃত্যু হলে কিংবা কর্ম ক্ষমতা হারালে ফ্যামিলিকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ২ লক্ষ টাকা,
(৬) স্বাভাবিক কারণে মৃত্যু হলে ফ্যামিলি পেয়ে যাবে ৫০ হাজার টাকা।

• কারা কারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন?
রাজ্যের ৪৬ টি অসংগঠিত শিল্পের সঙ্গে যুক্ত কর্মচারী এবং ১৫ টি স্বনিযুক্ত পেশায় নিযুক্ত শ্রমিকগণ এবং তাদের পরিবারের প্রত্যেক সদস্য এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন। আপনি যদি সরকারি চাকরি-বাকরির সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, নিজে কাজ করে উপার্জন করেন তবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

• এই প্রকল্পের আবেদন করার জন্য কি কি আবশ্যিক যোগ্যতা প্রয়োজন?
(১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
(২) বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
(৩) পারিবারিক মাসিক ইনকাম ৬৫০০ টাকার নীচে হতে হবে।

• সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করবেন কীভাবে?
অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করলে উপভোক্তা সামাজিক সুরক্ষা কার্ড ডাউনলোড করে নিতে পারবে। অফলাইনে আবেদন করতে চাইলে আবেদন ফর্মটি পাওয়া যাবে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে এবং সঠিক ভাবে ফিলাপ করে আবার দুয়ারে সরকারেই জমা দিতে পারেন এছাড়াও আপনি ফর্মটি পেয়ে যাবেন বিডিও অফিসে।

• এ বিষয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকলে টোল ফ্রি নাম্বার 18001030009 এ ফোন করা যেতে পারে।

• সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
(১) একটি পাসপোর্ট সাইজের ছবি,
(২) পরিবারের প্রত্যেক সদস্যের আধার কার্ড,
(৩) ব্যাঙ্ক পাসবুক,
(৪) ডিপেন্ডেন্ট স্ত্রীর ব্যাঙ্ক পাসবুক ও ফটো,
(৪) ভোটার কার্ড।

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

খবরটি ছড়িয়ে দিন সকলের মধ্যে। এরকমই আরও খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button