রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে
আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই পোষ্টটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন তবে সমস্ত শর্তাবলী মেনে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা, কোন পদে কতজন নিয়োগ করা হবে? সমস্ত নীচে আলোচনা করা হলো।
(ক) পোস্টের নাম:- মাইনস ম্যানেজার
• এই পদে শূণ্যপদ ১ টি ।
• এই পদের জন্য প্রার্থীকে বয়সসীমা হতে হবে ৩৭ বছরের মধ্যে এবং ডিপ্লোমা করা থাকলে সেক্ষেত্রে প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
• এই পদের জন্যে প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং -এর ডিগ্রি/ মাইনিং ইঞ্জিনিয়ারিং AMIE এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ডে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা। থাকতে হবে। এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার সাথে ১৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) পোস্টের নাম:- সেফটি অফিসার
• এই পদে শূণ্যপদ ২ টি (UR-১, SC-১)।
• এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩৪ বছরের মধ্যে এবং ডিপ্লোমা করা থাকলে সেক্ষেত্রে প্রার্থীর বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে।
• এই পদের জন্যে প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং -এর ডিগ্রি/ মাইনিং ইঞ্জিনিয়ারিং AMIE এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ডে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা। থাকতে হবে। এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার সাথে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন- রাজ্যের পৌরসভায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ |
(গ) পোস্টের নাম:- অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার
• এই পদে শূণ্যপদ ৩২ টি ।
• এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩৩ বছরের মধ্যে এবং ডিপ্লোমা করা থাকলে সেক্ষেত্রে প্রার্থীর বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে।
• এই পদের জন্যে প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং -এর ডিগ্রি/ মাইনিং ইঞ্জিনিয়ারিং AMIE এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার সাথে সেকেন্ড ক্লাসের ম্যানেজার সার্টিফিকেট এবং ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) পোস্টের নাম:- ব্লাস্টিং অফিসার
• এই পদে শূণ্যপদ ২ টি।
• এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩৪ বছরের মধ্যে এবং ডিপ্লোমা করা থাকলে সেক্ষেত্রে প্রার্থীর বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে।
• এই পদের জন্যে প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং -এর ডিগ্রি/ মাইনিং ইঞ্জিনিয়ারিং AMIE এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ডে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা। থাকতে হবে। এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার সাথে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন- আজকের কারেন্ট অ্যাফেয়ার্স |
(ঙ) পোস্টের নাম:- ওয়েলফেয়ার অফিসার
• এই পদে শূণ্যপদ ৩ টি ।
• এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে এবং সোশ্যাল সাইন্স-এর ডিপ্লোমা করা থাকলে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
• এই পদের জন্যে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি/PGDBM/MBA/MHRM ডিগ্রির সাথে সংশ্লষ্ট ফিল্ডে ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং সমাজবিজ্ঞান অথবা লেবার ওয়েলফেয়ার নিয়ে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট শাখায় যেকোনো ডিগ্রীর সাথে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(চ) পোস্টের নাম:- সার্ভেয়ার
• এই পদে শূণ্যপদ ৪ টি ।
• এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩৩ বছরের মধ্যে।
• এই পদের জন্যে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট শাখায় ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন- কিষান সম্মান নিধি প্রকল্পের মোবাইল নাম্বার সমস্যা সমাধান কি? |
(ছ) পোস্টের নাম:- ওভারমেন
• এই পদে শূণ্যপদ ২১ টি ।
• এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩৩ বছরের মধ্যে।
• এই পদের জন্যে প্রার্থীকে মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা সঙ্গে ওভারম্যান সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট শাখায় ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(জ) পোস্টের নাম:- অফিসে এক্সিকিউটিভ-CMPF
• এই পদে শূণ্যপদ ১ টি ।
• এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে।
• এই পদের জন্যে প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে ৫০% নাম্বার সহ যে কোন শাখায় স্নাতক এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ডে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন- ২৬০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ |
• সমস্ত পদগুলির জন্য প্রার্থীর বয়স হিসেব করতে হবে ১ লা আগস্ট,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।
• আবেদন পদ্ধতিঃ- সমস্ত পথ গুলির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন সমস্ত নথিপত্র নিয়ে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে।
• নিয়োগ পদ্ধতি:- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
•ইন্টারভিউয়ের দিন যেসব ডকুমেন্টস সংযুক্ত করতে হবে সেগুলি হলো:-
(১) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টফিকেট,
(২) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড),
(৩) কাস্ট সার্টিফিকেট,
(৪) ভোটার কার্ড ও আধার কার্ড,
(৫) ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি,
(৬) অভিজ্ঞতা শংসাপত্র,
(৭) প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
• ইন্টারভিউয়ের স্থান:- Bidyut Unnayan Bhawan, Corporate Office, WBPDCL, Block- LA, Plot No- 3/C, Bidhannagar, Kolkata- 700106 (Beside National Institute of Fashion Technology)
আরো পড়ুন- ৫৮৮ শূন্যপদে মোটা বেতনের চাকরি | Jobs at Coal India 2021 |
• ইন্টারভিউ-এর তারিখ ও সময়:- মাইন্স ম্যানেজার/ওয়েলফেয়ার অফিসার/ সেফটি অফিসার/ ব্লাস্টিং অফিসার পদগুলির ক্ষেত্রে ২০ ই সেপ্টেম্বর সকাল ১০:৩০ থেকে দুপুর ২ টো পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অভারম্যান/ সার্ভেয়ার/ অফিসার এক্সিকিউটিভ-CMPF পদগুলির ক্ষেত্রে ২১ শে সেপ্টেম্বর সকাল ১০:৩০ থেকে দুপুর ২ টো পর্যন্ত।
• অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন– ডাউনলোড
|
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
|
বিঃ দ্রঃ এই সাইটের সমস্ত চাকরির খবর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রকাশ করা নোটিসের ওপর ভিত্তি করে লেখা হয়।
|
এরকম আরো খবর পেতে আপনি আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- Link |
কলমে- তিয়াসা সান্যাল (রায়গঞ্জ, উত্তর দিনাজপুর) |