TET 2022: টেট পরীক্ষা কারা দিতে পারবেন তা নিয়ে নয়া নির্দেশিকা প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেনে নিন এখনই
টেট নিয়ে একের পর এক নয়া নির্দেশিকার জেরে রীতিমত নাজেহাল চাকরিপ্রার্থীরা। ইতিপূর্বেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল কবে টেট হতে চলেছে, কারা টেট দিতে পারবেন এবং কয়েকদিন আগেই মডেল প্রশ্নপত্র সহকারে টেটের সিলেবাসও প্রকাশ করা হয়েছিলো। এরপরে আবারও নির্দেশিকায় পরিবর্তন করে কারা টেট দিতে পারবেন তা নিয়ে নয়া নির্দেশিকা আনলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে ১৪ অক্টোবর থেকে টেটের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৩ লক্ষ চাকরিপ্রার্থীর আবেদনপত্র জমা পড়েছে। এর পাশাপাশি ১১ হাজার ৭৫৬ জন শিক্ষকের শূন্যপদের পাশাপাশি কোন জেলায় কতো শূন্যপদ রয়েছে তাও জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে (TET 2022)।
এরই মধ্যে আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে কারা পরীক্ষায় বসতে পারবে তা সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তন আনা হলো, যার জেরে নতুন করে প্রতিযোগিতা বাড়বে বলেই মনে করছে চাকরিপ্রার্থীরা। তবে আপনি কি জানেন এই নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে অথবা নতুন করে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? যদি না জেনে থাকেন তবে আজকের এই পোস্টটি আপনার জন্য।
চলুন তবে জেনে নেওয়া যাক টেট সংক্রান্ত এই নয়া নির্দেশিকায় ঠিক কি জানানো হয়েছে?
আগামী ডিসেম্বর মাসের ১১ তারিখ অর্থাৎ ১১ ডিসেম্বর যে টেট পরীক্ষা আয়োজন করা হবে তাতে নতুন করে শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই ব্যাচেলার অব ফিজিকাল এডুকেশন (বিপিএড)-এর প্রশিক্ষণ নিয়েছেন তারাই এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এই নতুন নিয়োগ পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবেন।
ইতিপূর্বে প্রাথমিক স্কুলে শিশুদের খেলাধুলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হলেও শারীর শিক্ষার আলাদা করে কোন শিক্ষক নিয়োগ করা হয়নি। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার মতে, প্রাথমিক স্কুলের শিশুরা বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, এক্ষেত্রে তাদের অন্যান্য বিষয়ের শিক্ষকরা যথেষ্ট উৎসাহ প্রদান করে থাকেন। তবে এবারে শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ করার ফলে তারা এবিষয়ে আরও উৎসাহ পাবে বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, বেসরকারি স্কুলগুলিতে নাচ, গান, আঁকা সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়া-কলাপ এবং খেলাধুলার জন্য আলাদা শিক্ষক থাকে। যার ফলে অভিভাবকেরা শিশুদের সরকারি স্কুলে না ভর্তি করে বেসরকারি স্কুলে ভর্তি করার ক্ষেত্রে অত্যাধিক আগ্রহ দেখান। তবে এবারে প্রাথমিক স্কুলগুলিতে শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে। ফলত শিশুদের অভিভাবকেরা প্রাইমারি স্কুলগুলিতে ভর্তি করার ক্ষেত্রেও আরো উৎসাহ দেখাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত পড়াশুনার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্র্যাকটিস করানো হলে তাদের অন্যান্য সুপ্ত দিকগুলির বিকাশ হবে বলেই মনে করা হচ্ছে। আর তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে গতকাল অথচ শুক্রবারে এই নতুন নির্দেশিকার মাধ্যমে বিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত শারীর শিক্ষার চাকরিপ্রার্থীদের নিয়োগের কথা জানানো হয়েছে।
যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই। তবে এতোদিন পরে টেট পরীক্ষা আয়োজিত হওয়ায় এবং এই নির্দেশিকা জেরে নতুন করে চাকরিপ্রার্থীদের আবেদনের জেরে টেট নিয়ে প্রতিযোগিতা অত্যধিক হারে বৃদ্ধি পাবে বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।
Written by Sujay Das