সরকারি কর্মচারী

West Bengal – সরকারি দপ্তর গুলোতে মুখ্যমন্ত্রীর “সারপ্রাইজ ভিজিট”, অনুপস্থিত পেলেই সর্বনাশ।

West Bengal – দপ্তরে দপ্তরে মুখ্যমন্ত্রীর খোঁজখবর।

মুখ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শনে অবাক নবান্নের পাঁচতলা (West Bengal)। এর আগে মুখ্যমন্ত্রী মাঝেমাঝে বিভিন্ন হসপিটালে সারপ্রাইজ ভিসিট করেছিলেন। কিন্তু হঠাৎ কী হলো মুখ্যমন্ত্রীর যে নবান্নের পাঁচতলায় পরিদর্শনে যেতে হলো ভিভিআইপি লিফট ছেড়ে। ডিএ নিয়ে আন্দোলনের জেড়ে অনেক অফিসেই উপস্থিতির হার বেশ কম। নবান্নের পাঁচতলায় যেতে মুখ্যমন্ত্রীর প্রথম চোখ আটকায় ফাঁকা চেয়ার গুলিতে এবং তাতে কিছুটা ভয় পেয়ে যায় কর্মীরা।

সঙ্গে সঙ্গে তারা জবাব দেয় অনেকে পাশের রুমে আছে আবার কেউ কেউ ছুটিতে আর কিছু ফাঁকা পদ আছে। নবান্নের পাঁচতলায় স্বরাষ্ট্র দপ্তর এবং পার্বত্য বিষয়ক দপ্তরের অফিস। এর আগে বাম আমলেও তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আক্ষেপের সুরে বলেছিলেন কাজ কী টেবিল চেয়ারকে দিয়ে করাবেন! মুখ্যমন্ত্রী কো অর্ডিনেশন কমিটির কথা জানতে চাইলে এক কর্মী এগিয়ে এসে জানান তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন কিছুদিন আগে।

রাজ্য জুড়ে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, কোথায় কবে হবে দেখে নিন

মুখ্যমন্ত্রী টেবিল অনেক ফাইল জমে থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু কর্মীরা জানায় সেটা কম্পেনস্টোরি গ্রাউন্ডে চাকরি সংক্রান্ত ফাইল এগুলো তিনটে করে ছাড়ে। মুখ্যমন্ত্রীকে দেখে ঐ ফ্লোরে তাড়াহুড়ো পড়ে যায় একেবারে এবং কাজকর্মের খবর নিতে থাকেন (West Bengal)।

তবে তিনি পরিষ্কার করে আবার জানিয়েছেন ডিএ এর থেকে বেশি দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর গলায় গতকালই নরম সুর দেখা যায় ডিএ নিয়ে তিনি বলেন রাজ্যে একাধিক প্রকল্প চলছে তার সাথে কেন্দ্রের হারে ডিএ দেওয়া সম্ভব নয় আর কেন্দ্র তাদের বঞ্চনা করছে কোনো টাকা পয়সা দেয়না মিথ্যা কথা বলে। মুখ্যমন্ত্রীর সাথে একাধিক কর্মী ছবিও তুলছিল। তাঁর সিকিউরিটি গার্ডরা ফটো তুলে দিচ্ছিল। এরপরই মুখ্যমন্ত্রী আবার ছতলায় এগিয়ে যায় অন্যান্য দপ্তরের খবর নিতে।

“ডিএ দিলে ভালোবেসেই দেব”, সরকারী কর্মীদের সুখবর দিলেন মমতা মমতা ব্যানার্জি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button