সরকারি কর্মচারী

মিলবে না বকেয়া DA-র এক কানা কড়ি, সরকারি কর্মীদের জন্য চরম খারাপ খবর দিল সরকার।

DA নিয়ে আরও হতাশা বাড়লো সরকারি কর্মচারীদের।

সরকারি কর্মচারিদের জন্য আবার দুঃখের খবর। আজ DA বৃদ্ধির কথা থাকলেও সরকারের তরফে জানানো হয়েছে তা হবেনা। রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চলছে ডিএ বৃদ্ধির দাবিতে। রাজ্য সরকারের তরফে কখনো নরম সুর দেখানো হচ্ছে আবার ঠিক পরমুহূর্তেই উল্টো সুর। তারা একের পর আন্দোলনের পর এখন ঠিক করেছে যে তারা ভার্চুয়াল আন্দোলন করবে।

তাছাড়াও তাদের অফিসে কাজ শেষ করে ফিরে আসার পর তাদের বিভিন্ন গ্রুপে যে কাজ দেওয়া হয় তা তারা আর করবেনা। তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হোক। এদিকে আবার কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরে ভাবছিল ২০২০ জানুয়ারি, জুলাই এবং ২০২১ সালের জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা।

FD তে 9.25% সুদ, ব্যাংকের এই স্কীমে টাকা রাখুন আর নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলুন।

ঐ সময় বিভিন্নরকম জনকল্যাণমূলক প্রকল্প চলেছে গোটা দেশজুড়ে। তার প্রভাব দেশের রাজস্ব ভান্ডারে অবশ্যই পড়েছে। তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের এবং পেনশনভোগীদের মহার্ঘভাতা সরকার দেবেনা বলে ঠিক করেছে। ২০২১ সালের জুলাই মাস থেকে আবার এক ধাক্কায় ডিএ বাড়ে প্রায় এগারো শতাংশ। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এর আগে হোলির সময়ই ঘোষণা করেছিল তাদের ডিএ বাড়তে চলেছে।

আজই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতে বৈঠক আছে DA বৃদ্ধি নিয়ে। এরপর বাকিটা তাদের উপর নির্ভর করে আছে কত শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে, তবে যদি এবারে চার শতাংশ ডিএ বৃদ্ধি হয় তাহলে ডিএ দাঁড়াবে ৪২ শতাংশ। আগের বকেয়া ডিএ না পাওয়া তাদের কাছে অবশ্যই দুঃখের খবর।

daaaaa

আর এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেও প্রায় একই সুর। তারাও বেশি DA দিতে পারবেনা রাজ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চলছে বলে, আবার কেন্দ্র টাকা দিচ্ছেনা কোথা থেকে দেবে তারা! কিন্তু রাজ্যের সরকারি কর্মচারিদের আবার দাবি এটা তাদের হকের পয়সা যেকোনো মূল্যেই তাদের দিতে হবে। মুখ্যমন্ত্রী তৎকালীন বাম সরকারকেও কিছুটা দোষ দিচ্ছে অবশ্য।

পাঞ্জাব ন‍্যাশনাল ব্যাংকের গ্রাহকদের বড় ঝটকা, নতুন নিয়মে গ্রাহকদের কি প্রভাব পড়বে, জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button