DA News – রাজ্য সরকারী কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ (DA) প্রসঙ্গে বড় খবর।
West Bengal DA News.
কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৩৮ শতাংশ হারে DA পান, আর রাজ্য সরকারের কর্মচারীরা ৩ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। তফাতটা ৩৫ শতাংশের! তাই খুব স্বাভাবিক ভাবেই বকেয়া ডিএ মেটানো এবং ডিএ বৃদ্ধি এই দুই দাবি নিয়ে ধর্মতলায় আন্দোলনে বসেছেন রাজ্যের সরকারী কর্মীরা। আন্দোলনের সাথে চলছে অনশনও। আগামী মাসে ধর্মঘটেরও ডাক দিয়েছেন রাজ্যের কর্মীরা।
কিন্তু এত কিছুর পরেও সরকার চুপ কেন? কেন টু শব্দটিও করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নের এক আজব জবাব দিয়েছেন তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। তিনি বলেন, ”লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বিপুল অঙ্কের টাকা চলে যাচ্ছে সরকারের (WB Govt)। তার ফলে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমপরিমাণ হারে ডিএ (DA) দেওয়া যাচ্ছে না!
সরকারি কর্মচারীদের জন্য দোল উপহার। আরও বাড়তে চলেছে বেতন সহ DA
শুক্রবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ‘দিদির সুরক্ষা কবচ’-কর্মসূচিতে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে এমনই অদ্ভুত মন্তব্য পেশ করেছেন তিনি।
DA নিয়ে সরকারি কর্মচারীদের লাগাতার চলতে থাকা আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, এটা চলবেই।সকলকে তো আর সন্তুষ্ট করা যায় না। আমাদের এখন প্রত্যেকের বাড়ি যেতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার-সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য।তার জন্য বিপুল অঙ্কের টাকা লাগছে।ওরা (কেন্দ্রীয় সরকার) যেগুলো দেয় না। আর সেগুলো মানুষের কাছে পৌঁছে দিই। সেই কারণে বাজেটের একটা অংশের টাকা ওদিকে (সামাজিক প্রকল্প) চলে যাচ্ছে। তাই আমরা ডিএ-র পুরোটা দিতে পারছি না।’
তবে চিরঞ্জিত যতই আজব যুক্তি দেখান না কেন, সরকারী কর্মীরা কিন্তু নিজেদের অবস্থানে অনড় আছেন। বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের মত প্রতিটি রাজনৈতিক দল এই আন্দোলনকে সমর্থন করছে। এমনকি কলকাতা হাইকোর্টও কর্মীদের সপক্ষে রায় দিয়েছেন, কিন্তু সব কিছুকেই বুড়ো আঙুল দেখিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে সরকার।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই আন্দোলনকে সমর্থন করে বলেন, ডিএ সম্পূর্ণ রাজ্য সরকারের, তার রাজস্ব আদায় থেকে দিতে হয়। অন্য রাজ্য যা করছে সেটা এই রাজ্যকেও করতে হবে। একমাত্র ওষুধ হচ্ছে অফিসগুলোতে তালা-চাবি লাগানো। জরুরি পরিষেবা ছাড়া তালা-চাবি লাগান।
যতক্ষণ না ডিএ দিচ্ছে, আটকে রাখুন, জব্দ হবে। এখন আংশিক করছেন, আগামীদিনে সম্পূর্ণ বন্ধ করে দিন, আমাদের সমর্থন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে জব্দ করতে হয় সরকারি কর্মীরা জানে। আজ আংশিক সফল হয়েছে, আগামী দিনে সম্পূর্ণ সফল হয়েছে, আমরা পাশে আছি।
লাগাতার ডিএ আন্দোলন নিয়ে এবার কড়া ব্যবস্থা, আন্দোলনকারীদের বিরুদ্ধে শুরু হলো পদক্ষেপ।
Unyoyon koruk bt baje ajuhat dekhachchhe nongra sarkar
D . A er sathe unyoyoner kono somporko nai
Vill+post:Badal Pur
P.S:Banshihari
District:Dakshin Dinajpur
Pin no:733121