অন্যান্য

উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022 এর রেজাল্ট দেখবেন কীভাবে? জেনে নিন বিস্তারিত । West Bengal HS 2022 Result Check

উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022 এর রেজাল্ট (West Bengal HS 2022 Result) নিয়ে আশার কথা শোনালো পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBCHSE)। রেজাল্ট ঘোষণার সময়সীমা বেঁধে দিলেন সংসদের সভাপতি। সূত্রের খবর,পরীক্ষার ফলাফল বেরোনোর ফাইনাল তারিখ সম্পর্কে শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। এপ্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের মধ্যে রেজাল্ট বেরোতে পারে। আপাতত সংসদ শিক্ষকদের মধ্যে পরীক্ষার খাতা বিতরণ ও মূল্যায়নের কাজে ব্যস্ত রয়েছে। উল্লেখ্য, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল এবং শেষ হয়েছিল ২৭ শে এপ্রিল।

• রেজাল্ট চেক করার পদ্ধতি –

(ক) প্রথমে মোবাইলে বা কম্পিউটারে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যান।

(খ) এবার ওয়েবসাইটের প্রথম পেজে Latest Announcement এর নীচে WBCHSE Higher secondary Examination Result 2022 অপশনে ক্লিক করবেন (এই অপশনটি রেজাল্ট ঘোষণার দিন দেখা যাবে)।

(গ) এবার Enter Your Registration No অপশন থাকলে পাশের বক্সে আপনার উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বরটি লিখবেন কিংবা যদি Enter Your Roll No অপশন থাকে তাহলে আপনার উচ্চমাধ্যমিক রোল নম্বরটি লিখবেন।

(ঘ) তার নীচে Enter Date of Birth অপশনের পাশের বক্সে আপনার জন্মতারিখ লিখবেন।
এপ্রসঙ্গে মনে রাখবেন আপনার জন্মতারিখ (Date of birth) DD/MM/YYYY ফরম্যাটে লিখতে হবে।
( যেমন ধরলাম কারোর জন্মতারিখ 5 ই জানুয়ারি, 2003, তাহলে তিনি লিখবেন 05/01/2003 এইভাবে )

এছাড়া যদি ক্যাপচা কোড (Captcha Code) থাকে তাহলে কোডে যা লেখা রয়েছে তা হুবহু টাইপ করবেন।

(ঙ) এবার Sumbit অপশনে ক্লিক করবেন।

তাহলেই আপনার রেজাল্ট বেরিয়ে যাবে এবং আপনি আপনার রোল নং, নাম, পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর ও গ্রেড, প্রতিটা বিষয়ে কত নম্বর পেয়েছেন সবকিছু দেখতে পারবেন।

• এছাড়া SMS এর মাধ্যমেও আপনি উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারেন।

এরজন্য প্রথমে Message এ গিয়ে WB12<Space>Roll Number এইভাবে লিখে তা 5676750 বা 58888 নম্বরে পাঠিয়ে দিন। কিছুক্ষনের মধ্যেই আপনাকে একটি মেসেজের মাধ্যমে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

মনে রাখবেন, পরীক্ষার ফলাফল বেরোনোর দিন প্রচুর ছাত্রছাত্রী নির্দিষ্ট ওয়েবসাইটটিতে গিয়ে রেজাল্ট চেক করেন। তাই সেইদিন কিছুক্ষণের জন্য ওয়েবসাইটটি স্লো হয়ে যেতে পারে বা সার্ভার ডাউন থাকতে পারে । এই নিয়ে অহেতুক টেনশন করবেন না, বরং কিছু সময় পরে পুনরায় চেক করবেন অথবা উপরোক্ত মোবাইলে SMS পাঠানোর পদ্ধতির মাধ্যমেও নিজের রেজাল্ট চেক করতে পারবেন।

• রেজাল্ট চেক করার ওয়েবসাইট – Link

• পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এর অফিসিয়াল ওয়েবসাইট – Link

এরকম আর‌ও তথ্য সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম  আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button