ঘোষণা হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর রুটিন, দেখে নিন কোনদিনে কী পরীক্ষা । West Bengal HS Routine 2023
উচ্চমাধ্যমিক ২০২২ এর রেজাল্ট ঘোষণার দিনই পরের বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (HS Routine 2023) ঘোষণা করা হলো। এবিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচাৰ্য সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন , আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৪ই মার্চ,২০২৩ থেকে শুরু হবে। তিনি আরও বলেছেন যে , পরের বছর পুরো পাঠ্যক্রম (Syllabus) অনুসারেই HS পরীক্ষা হবে। পরের বছরের পরীক্ষায় পড়ুয়ারা এবারের মতো নিজের স্কুলেও উচ্চমাধ্যমিক দিতে পারবেন না। পূর্ব নিয়ম অনুযায়ী অ্যাডমিট কার্ডে লেখা নির্দিষ্ট ভেন্যু স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে । এবার চলুন জেনে নেওয়া যাক উচ্চমাধ্যমিক ২০২৩ এর রুটিন,
• ১৪ ই মার্চ,২০২৩ (মঙ্গলবার) – প্রথম ভাষা (First Language) [বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি ], সাঁওতালি, গুজরাতি, উড়িয়া, উর্দু, তেলেগু, পাঞ্জাবি
• ১৬ই মার্চ,২০২৩ (বৃহস্পতিবার) – দ্বিতীয় ভাষা (Second Language) [ইংরেজি, বাংলা, হিন্দি,নেপালি], Alternative ইংরেজি
• ১৭ই মার্চ,২০২৩ (শুক্রবার) – বৃত্তিমূলক শিক্ষা
• ১৮ই মার্চ,২০২৩ (শনিবার) – জীববিদ্যা (Biology), রাষ্ট্রবিজ্ঞান (Political Science), বিজনেস স্টাডিস
• ২০ই মার্চ,২০২৩ (সোমবার) – অংক, ইতিহাস,কৃষিবিজ্ঞান, মনোবিজ্ঞান, নৃতত্ত্ববিদ্যা
• ২১ই মার্চ,২০২৩ (মঙ্গলবার) – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার এপ্লিকেশন,স্বাস্থ্য ও শরীরবিদ্যা,পরিবেশ বিদ্যা, সঙ্গীত, ভিস্যুয়াল আর্টস
• ২২ই মার্চ,২০২৩ (বুধবার) – দর্শন (Philosophy), সমাজবিজ্ঞান,কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং
• ২৩ই মার্চ,২০২৩ (বৃহস্পতিবার) – পদার্থবিদ্যা (Physics), শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, হিসাবশাস্ত্র
• ২৪ই মার্চ,২০২৩ (শুক্রবার) – অর্থনীতি (Economics)
• ২৫ই মার্চ,২০২৩ (শনিবার) – রসায়নবিদ্যা (Chemistry), সংস্কৃত, আরবি, পারসি, ফারসি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন
• ২৭ই মার্চ,২০২৩ (সোমবার) – ভূগোল, সংখ্যাতত্ত্ব , কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট
উল্লেখ্য, উচ্চমাধ্যমিক ২০২৩ পরীক্ষার এই পরীক্ষাসূচিতে পরবর্তীকালে কোনো কারণে পরিবর্তনও হতে পারে। সেক্ষেত্রে আমাদের ফিনিক্স বাংলা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের নতুন পরিবর্তিত সূচি জানিয়ে দেওয়া হবে।
• WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইট – Link
এইরকম পরীক্ষা সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের বেল আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।