আবেদন করুন নিজস্বিনী প্রকল্পে এবং পেয়ে যান ৫০০০ টাকার আর্থিক অনুদান । West Bengal new Scheme Nijaswini Prakalpa 2022
রাজ্য সরকারের আরও একটি নতুন প্রকল্প নিজস্বিনী প্রকল্প। সর্বস্তরের মহিলাদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে শুরু হতে চলেছে এই প্রকল্প। যাতে মহিলারা ৫০০০ টাকা করে আর্থিক অনুদানও পেয়ে যাবেন।
গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও তাদের আয় বাড়াতে বরাবরই নানান উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্দেশ্যে প্রায় ১৩ লক্ষ স্বনির্ভতা গোষ্ঠী গড়ে তোলা হয়েছে। কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠীগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দপ্তরের অধীনে। যার ফলে এগুলির সামগ্রিক উন্নয়ন করাতে নানান সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার সমাধান করতেই সমস্ত দপ্তরের স্বনির্ভর গোষ্ঠী গুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে চলেছে নবান্ন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম দিয়েছেন নিজস্বিনী। এর মাধ্যমে ১ কোটির বেশি পরিবারকে একসূত্রে বাঁধা যাবে। এই উদ্যোগটি তিনি প্রকাশ্যে আনবেন বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে। এদিন তিনি উদ্বোধন করবেন এই প্রকল্পের একটি পোর্টাল।
এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আসতে চলেছে এক ছাতার তলায়। যার মধ্যে ৯ লক্ষই পঞ্চায়েত দপ্তরের অধীনে। শহরাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনার দায়িত্ব রয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের সংস্থা সুডার ওপর। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি, সমবায়, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অভিনয়ে রয়েছে একাধিক দল। এদের সকলেরই তথ্য থাকবে নিজস্বিনী পোর্টালে।
নিজস্বিনী পোর্টালে স্বনির্ভর গোষ্ঠীর নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন কোন যোগাযোগ নাম্বার, লেনদেন ও আর্থিক বিষয়গুলিও বিস্তারিত ভাবে তুলে ধরা হবে। বন্টিত অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তাও দেখে নেওয়া যাবে। এছাড়াও এদের দৈনন্দিন কাজকর্ম কতোটা সফল হচ্ছে তাও লিপিবদ্ধ থাকবে। নবান্নের শীর্ষকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট অফিসাররা একটিমাত্র ক্লিকেই
সমস্ত তথ্য দেখে নিতে পারবে। ফলে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে রাজ্যের আধিকারিকদের একটি পরিষ্কার ধারণা থাকবে।
এতে করে রাজ্যে কোন স্বনির্ভর গোষ্ঠীর জন্য কি ধরনের উদ্যোগ নিতে হবে তা সহজেই বোঝা যাবে। তাদের আরও বেশি ব্যবসা পেতে সাহায্য করতে পারবে সরকার। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৫০০০ টাকার যে আর্থিক অনুদান দেওয়ার কথা হয়েছিল সেই সুবিধাও পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে।
পোষ্টটি ভালোলাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরও তথ্য পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।