কোলফিল্ডে প্রশিক্ষণের জন্য কর্মী নিয়োগ, বিনামূল্যে প্রশিক্ষণে প্রতিমাসে দেওয়া হবে স্টাইপেন্ড
কোলফিল্ডে প্রশিক্ষণের জন্য কর্মী নিয়োগ |
ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে বিভিন্ন পদে প্রশিক্ষণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে দেওয়া হবে স্টাইপেন্ড। যেকোনো ভারতীয় এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন তবে সমস্ত শর্তাবলী মেনে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা, কোন পদে কতজন নিয়োগ করা হবে? সমস্ত নীচে আলোচনা করা হলো।
• নিয়োগকারী সংস্থা :- Western Coalfield Limited
• আবেদনের শেষ তারিখ:- ২১ শে সেপ্টেম্বর,২০২১
(ক) পোস্টের নাম:- কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট।
•শূণ্যপদের সংখ্যা:- ২১৯ টি।
(খ) পোস্টের নাম:- Draughtsman (Civil)
•শূণ্যপদের সংখ্যা:- ২৮ টি।
(গ) পোস্টের নাম:- ইলেকট্রিশিয়ান
•শূণ্যপদের সংখ্যা:- ২৫০ টি।
(ঘ) পোস্টের নাম:- ফিটার
•শূণ্যপদের সংখ্যা:- ২৪২ টি।
(ঙ) পোস্টের নাম:- মেকানিক (ডিজেল)
•শূণ্যপদের সংখ্যা:- ৩৬ টি।
স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ–ডি, ক্লার্ক এবং গ্রন্থাগারিক পদে অন্তত ১০ হাজার কর্মী নিয়োগ
(চ) পোস্টের নাম:- মেকানিস্ট
•শূণ্যপদের সংখ্যা:- ১২ টি।
(ছ) পোস্টের নাম:- ম্যাসন (বিল্ডিং কনস্ট্রাক্টর)
•শূণ্যপদের সংখ্যা:- ৯ টি।
(জ) পোস্টের নাম:- পাম্প অপারেটর কাম মেকানিক
•শূণ্যপদের সংখ্যা:- ১৬ টি।
(ঝ) পোস্টের নাম:- সার্ভেয়র
•শূণ্যপদের সংখ্যা:- ২০ টি।
(ঞ) পোস্টের নাম:- টার্নার
•শূণ্যপদের সংখ্যা:- ১৭ টি।
(ট) পোস্টের নাম:- ওয়েল্ডার ( গ্যাস এবং ইলেকট্রিক)
•শূণ্যপদের সংখ্যা:- ৭৬ টি।
(ঠ) পোস্টের নাম:- ওয়ারম্যান
•শূণ্যপদের সংখ্যা:- ৪০ টি।
গোটা রাজ্য জুড়ে ১৩ হাজার আশা কর্মী নিয়োগ
• বয়সসীমা:- এই পদগুলির জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ – এর মধ্যে। বয়স হিসেব করতে হবে ২১ শে সেপ্টেম্বর তারিখের পরিপ্রেক্ষিতে।
• যোগ্যতা:- এই পদগুলির জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং তার সঙ্গে NCVT/SCVT অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় ITI পাশ হতে হবে।
• স্টাইপেন্ড:- ১ বছরের ITI কোর্স করা থাকলে প্রতিমাসে ৭৭০০ টাকা এবং ২ বছরের ITI কোর্স করা থাকলে প্রতিমাসে ৮০৫০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে ।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.westerncoal.in– এ গিয়ে আবেদন করতে হবে।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Download
• অফিশিয়াল ওয়েবসাইট:- www.westerncoal.in
• সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
• এবং যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব