পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে, নোটিফিকেশন জারি রাজ্য সরকারের
পশ্চিমবঙ্গ সরকারের তরফে জনসাধারণের সুবিধার জন্য কার্যকরী যেসমস্ত প্রকল্পগুলির রয়েছে সেগুলির সুবিধা যাতে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা হয়েছিলো দুয়ারে সরকার ক্যাম্প। আর ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, পুজোর ঠিক পরেই সমস্ত রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই জানেন না ঠিক কবে দুয়ারে সরকারের ক্যাম্প আরম্ভ করা হবে এবং কি কি সুবিধা পাওয়া যাবে। আর তাই আজ এই পোস্টে আমরা দুয়ারে সরকারের পরবর্তী ক্যাম্প এবং তাতে কি কি সুবিধা পাওয়া যাবে তা সম্পর্কে আলোচনা করতে চলেছি।
• চলুন তবে জেনে নেওয়া যাক দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কি কি প্রকল্পের সুবিধা পেতে চলেছেন আপনারা:-
পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আগত নভেম্বর মাসে যে দুয়ারে সরকারের ক্যাম্প চালু করা হবে তাতে সমগ্র রাজ্যবাসী বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
১. খাদ্যসাথী:- আগত দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ডের ভুল সংশোধন, রেশন কার্ডের সাথে আধার লিংক, নতুন রেশন কার্ডের জন্য আবেদন সহ সমস্ত কাজগুলি করতে পারবেন।
২. স্বাস্থ্যসাথী:- দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের ভুল সংশোধন, পরিবারের নতুন সদস্যের নাম সংযোগ, নতুন সাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন সহ অন্যান্য কাজগুলি করা যাবে।
৩. তপশীলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের কাস্ট সার্টিফিকেট:- তপশীলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে।
৪. শিক্ষাশ্রী:- আগত দুয়ারে সরকার ক্যাম্পে শিক্ষার্থীরা শিক্ষাশ্রী প্রকল্পের অধীনে অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
৫. তপশীলি বন্ধু:- আগামী নভেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের তপশীলি জাতিভুক্ত জনসাধারণ তপশীলি বন্ধু প্রকল্পের অধীনে অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
৬. জয় জোহার:- তপশীলি জাতি ও উপজাতিভুক্ত ব্যক্তিরা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে জয় জোহার প্রকল্পে আবেদন করতে পারবেন।
৭. কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্প:- এই দুয়ারে সরকার ক্যাম্পে ছাত্রীরা কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
৮. মানবিক:- মানবিক প্রকল্পে আবেদনের প্রক্রিয়াও এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে সম্পন্ন করা যাবে।
৯. কৃষকবন্ধু প্রকল্প:- ১৮ বছর বা তার বেশি বয়সী কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কৃষকবন্ধু প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও জমি সংযুক্তিকরণ, আধার সংযোগ সহ আরও অন্যান্য কাজগুলি করা যাবে এই ক্যাম্প থেকে।
১০. ঐক্যশ্রী স্কলারশিপ:- নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপের অনুদানের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে।
১১. লক্ষ্মীর ভান্ডার:- দুয়ারে সরকার ক্যাম্প থেকেই মহিলারা লক্ষ্মীর ভান্ডারের অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
১২. স্টুডেন্ট ক্রেডিট কার্ড:- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন প্রক্রিয়াও ছাত্রছাত্রীরা এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই সম্পন্ন করতে পারবেন।
১৩. ব্যাংকের বিভিন্ন কাজ:- ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে আধার সংযোগ সহ অন্যান্য কাজগুলোও দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই সম্পন্ন করতে পারবেন বাংলার নাগরিকরা।
১৪. আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ:- নতুন আধার কার্ডের জন্য আবেদন থেকে শুরু করে আধার কার্ডের ভুল সংশোধন সহ আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ আপনারা এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই সম্পন্ন করতে পারবেন।
১৫. জমি সংক্রান্ত বিভিন্ন কাজ:- জমির মিউটেশন এবং জমি সংক্রান্ত বিভিন্ন ভুলের সংশোধনের কাজ করা যাবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে।
১৬. সামাজিক সুরক্ষা যোজনা:- আগত দুয়ারে সরকার ক্যাম্প থেকেই রাজ্যের জনসাধারণ সামাজিক সুরক্ষা যোজনার অধীনে বই করতে পারবেন। এর পাশাপাশি রিনিউ করার প্রক্রিয়াও এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই সম্পন্ন করা সম্ভব।
১৭. প্রতিবন্ধী সার্টিফিকেট সংক্রান্ত কাজ:- এই ক্যাম্প থেকেই প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
১৮. মৎস্যজীবী ক্রেডিট কার্ড:- এই ক্যাম্প থেকে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে।
১৯. কিষাণ ক্রেডিট কার্ড (কৃষিকাজ এবং পশুপালন):- যেসকল ব্যক্তিরা কৃষিকাজ এবং পশুপালনের সাথে যুক্ত রয়েছেন তারা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে।
২০. ওয়েভার ক্রেডিট কার্ড:- বাংলার বিভিন্ন অঞ্চলে বসবাসকারী শিল্পীরা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ওয়েভার ক্রেডিট কার্ড এর জন্য আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
২১. সেল্ফ হেল্প গ্রুপ ক্রেডিট লিংকেজ:- দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সেল্ফ হেল্প গ্রুপের ক্রেডিট লিংকেজের জন্য আবেদন করা যাবে।
২২. এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড:- এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের জন্য আগত দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করা যাবে।
২৩. ফিসারম্যান রেজিস্ট্রেশন:- যেসকল মৎস্যজীবী রয়েছেন তাদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াও দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সম্পন্ন করা যাবে।
• কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হবে?
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পুজোর ঠিক পরেই অর্থাৎ ১লা নভেম্বর থেকে সমগ্র রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হবে এবং তা চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। ১ লা নভেম্বর থেকে শুরু করে ১৫ ই নভেম্বর পর্যন্ত পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে সমস্ত প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে। এর পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত আবেদনপত্রগুলি জমা পড়বে তাদের ভেরিফিকেশন সম্পন্ন করে আগামী ৩১শে ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনকারীদের ওই সমস্ত প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।