Bank Account – সেভিংস নাকি কারেন্ট কোন অ্যাকাউন্টে বেশি লাভ, ব্যাঙ্কে টাকা রাখার আগে জেনে নিন।
Bank Account – কোথায় টাকা রাখলে বেশি লাভ জানুন।
কারেন্ট অ্যাকাউন্ট নাকি সেভিংস আপনি বেশি নিরাপদ ভাবেন কোন অ্যাকাউন্টকে (Bank Account)! সাধারণ চাকরিজীবি মানুষের মধ্যে সেভিংস অ্যাকাউন্ট ব্যাবহারের চল অনেক বেশি। কিন্তু যারা ব্যাবসা করেন তাদের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যাবহারের প্রবণতা অনেক বেশি দেখা যায়। এই কারেন্ট অ্যাকাউন্টগুলিতে টাকা রাখার কোনো লিমিট নেই, আবার জমা দেওয়া তোলাতেও কোনো ঝামেলা নেই।
এবার ব্যাবসা যারা করে তাদের ট্রানজ্যাকশন সাধারণভাবেই বেশি হয় তাতে সেভিংস অ্যাকাউন্টকে সমস্যার মনে হয়। অনেক সময় ব্যাঙ্ক আয়কর দেখে ঠিক করে মাসে কত টাকা তুলতে পারবে বা কতবার তুলতে পারবে আর এটাই তাদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়।
মাত্র 5000 টাকায় ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, মাসে আয় লাখ টাকা।
কিন্তু জানেন কী কারেন্ট অ্যাকাউন্টের থেকে সেভিংস অ্যাকাউন্টে (Bank Account) টাকা রাখা কেন বেশি লাভজনক! এখানে সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ সুদ পাওয়া যায় কারেন্ট অ্যাকাউন্টে তার কিছুই পাওয়া যাবেনা। কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে আপৎকালীন খরচের দু থেকে তিন গুণ এবং ৩০% বাফার রাখলেই হবে। কিন্তু সেভাবে পারসোনাল কারেন্ট অ্যাকাউন্ট কোনো ব্যাঙ্কই খোলেনা, রেজিষ্টার কোম্পানির নামে যেহেতু খুলতে হয় একটা লিমিট অবধি টাকা না রাখলে ব্যাঙ্ক চার্জ কাটে তার সঙ্গে চেকও বাউন্স হয়ে যায়।
কিন্তু সাধারণ মানুষের জন্য সেভিংস অ্যাকাউন্ট ই ভালো আপনি টাকা রাখলে সুদও পেয়ে যাবেন। এই সেভিংস অ্যাকাউন্টে আপনার মাসে যা খরচা হয় তেমন একটা হিসাব করে পাঁচ মাসের মতো টাকা অবশ্যই রেখে দেন। আপনার EMI হোক বা ক্রেডিট কার্ডের বিল সব হিসাব করে রাখবেন।
সেভিংস অ্যাকাউন্টে (Bank Account) সাধারণভাবে আপনার কোনো ফাইন কাটেনা বেশি। তাই আপনি যদি অনেক বড়ো অ্যামাউন্টের ট্রানজ্যাকশন মাসের পর মাস না করেন তাহলে আপনার জন্য সেভিংস অ্যাকাউন্টই ভালো। আপনার জমানো টাকাতে সুদ পেয়ে যাবেন। কোনো মেইনটেইন খরচ উল্টে লাগবেনা।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের বড় ঝটকা, নতুন নিয়মে গ্রাহকদের কি প্রভাব পড়বে, জেনে নিন।