জানা অজানা

সমস্ত স্টেশনের নাম হলুদ রঙের বোর্ডের ওপর কালো রং দিয়ে লেখা হয় কেনো? জেনে নিন এর কারণ । Why are railway station names always written on the yellow board?

গোটা ভারতে যোগাযোগের অন্যতম বড়ো মাধ্যম হলো ভারতীয় রেলভারতীয় রেল পরিষেবার সাথে জুড়ে রয়েছে নানান ধরনের ইতিহাস, নানান আশ্চর্য ঘটনা, এবং তার পেছনে বহু ধরনের গল্প।

আমরা সকলেই জানি, ভারতীয় রেলে সমস্ত স্টেশনের নাম হলুদ রঙের বোর্ডের ওপর কালো রং দিয়ে লেখা হয়। সাদার ওপর কালো রং দিয়ে লেখা হয় না। এর পেছনে রয়েছে বিজ্ঞান। চলুন জেনে নেওয়া যাক।

• কেনো সমস্ত স্টেশনের নাম হলুদ রঙের বোর্ডের ওপর কালো রং দিয়ে লেখা হয় ?

হলুদ রং হলো অত্যন্ত দৃষ্টি আকর্ষক একটি রং, যা দূর থেকে চট করে মানুষের চোখে পড়ে। যার ফলে চালকরা সহজে বুঝতে পারেন যে, ট্রেন স্টেশনের কাছে চলে এসেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। অন্যদিকে লাল রংও দৃষ্টি আকর্ষক, এটিও চট করে চোখে পড়ে। কিন্তু লাল রং চোখের ওপর চাপ‌ও সৃষ্টি করে। কিন্তু হলুদ রং চোখের ওপর চাপ সৃষ্টি করে না উপরন্তু হলুদ রং মানুষের শক্তি বৃদ্ধি করে মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই স্টেশনের নাম হলুদ রঙের বোর্ডের উপর লেখা হয়।

হলুদ রঙের বোর্ডের ওপর কালো দিয়ে স্টেশনের নাম লিখলে সেটি স্পষ্ট ভাবে বোঝা যায়। এই কারণেই সমস্ত স্টেশনের নাম হলুদ রঙের বোর্ডের ওপর কালো রং দিয়ে লেখা হয়।

পোষ্টটি ভালোলাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আর‌ও তথ্য পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button