সরকারি প্রকল্প

Ration Card Update: সমগ্র দেশের যেকোনো জায়গা থেকেই তুলতে পারবেন রেশন, কিভাবে জেনে নিন এখনই

আপনার কি আধার কার্ড রয়েছে? যদি আপনার আধার কার্ড থেকে থাকে তবে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর। দেশজুড়ে সাধারণ মানুষ মজেছে দীপাবলি কিংবা দিওয়ালির আনন্দে। আর এই খুশির আবহে আধার কার্ড নিয়ে একের পর এক বড়ো আপডেট প্রকাশ করলো UIDAI । তবে UIDAI এর তরফে এবারে আধার কার্ড সংক্রান্ত যে আপডেট সামনে আনা হয়েছে তাতে উপকৃত হতে চলেছে সমগ্র দেশবাসী। তবে এই নতুন আপডেটের সুবিধা নেওয়ার জন্য শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে না, প্রয়োজন রেশন কার্ডেরও। তবে এখনও পর্যন্ত অনেক মানুষই জানেন না ঠিক কি আপডেট প্রকাশ করেছে UIDAI এবং এই আপডেটের কারণে তারা কি সুবিধা পেতে চলেছেন। আর তাই আজ আমরা সকলের জন্য এই পোস্টে UIDAI এর এই নতুন আপডেট সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি (Ration Card Update)।

চলুন তবে জেনে নেওয়া যাক UIDAI এর তরফে ঠিক কি আপডেট প্রকাশ করা হয়েছে?
সমগ্র দেশের বহু সংখ্যক মানুষ বিনামূল্যের রেশন কার্ডের মাধ্যমে নূন্যতম মূল্যে কিংবা বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে থাকেন। আর তাই সমগ্র দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে UIDAI এর তরফে প্রকাশিত নতুন একটি আপডেটে জানানো হয়েছে যে, একজন রেশন কার্ডধারী ব্যক্তি এবারে দেশে যেকোনো প্রান্ত থেকে নিজের রেশন সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সমগ্র দেশের মানুষের জন্য এই নতুন ব্যবস্থা করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) -এর পক্ষ থেকে। আর এবিষয়ে ট্যুইটের মাধ্যমে সমগ্র দেশের আমজনতাকে জানিয়েছে স্বয়ং UIDAI কর্তৃপক্ষ।

আধার কার্ড নিয়ে এই ট্যুইটে কি জানিয়েছে UIDAI?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী ফ্ল্যাগেশিপ প্রোজেক্ট ওয়ান নেশন ওয়ান আধারের অধীনে এবার থেকে সমগ্র ভারতের নাগরিকরা দেশের যেকোনো জায়গা থেকে রেশন তোলার সুবিধা পাবেন। তবে এর জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। সেটি হলো আধার আপডেট। অর্থাৎ আধার আপডেট করলে এবার থেকে আপনি সমগ্র দেশের যেকোনো জায়গা থেকেই নূন্যতম মূল্যে অথবা বিনামূল্যে আপনার রেশনটি সংগ্রহ করে নিতে পারবেন।

কিভাবে আধার কার্ড আপডেট করবেন?
আপনিও যদি ওয়ান নেশন ওয়ান আধার প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনাকে আধার আপডেট করতে হবে। আর এর জন্য আপনাকে নিজের নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আপনি যদি না জেনে থাকেন যে আপনার নিকটবর্তী সেবা কেন্দ্রটি ঠিক কোথায় অবস্থিত তবে আপনি আধারের অফিসিয়াল ওয়েবসাইট https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ থেকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারবেন। এই পাশাপাশি আপনার যদি আধার কার্ড সংক্রান্ত কোনো সমস্যা থাকে তবে আপনি টোল ফ্রি নম্বর ১৯৪৭ এ যোগাযোগ করতে পারেন।

UIDAI এর নতুন নিয়ম, সকলকে করতে হবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট, জেনে নিন প্রক্রিয়া

Written by Kanka

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button