সরকারি প্রকল্প

Yuvasree Prakalpa – আবেদন করুন যুবশ্রী প্রকল্পে এবং প্রতি মাসে পান ১৫০০ টাকা

সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গ জুড়ে চলতে থাকা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরিতেও। আর তাতেই ভারতের কেন্দ্রীয় সরকার সহ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কর্মহীন বেকার যুবক-যুবতীদের জন্য নানাধরনের প্রকল্প কার্যকর করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa)। কর্মহীন, বেকার যুব সমাজকে কর্মদ্যোগী করে তুলতে এবং স্বাবলম্বী করে তোলার জন্যই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে এই প্রকল্প কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের মধ্যে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। যার কারণে আজকের এই পোস্টে আমরা যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa) সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।

চলুন তবে প্রথমে জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি:-
রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গ বসবাসকারী বেকার, কর্মহীন যুবক-যুবতীরা কেবলমাত্র এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর পাশাপাশি এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এছাড়াও রাজ্য সরকারের তরফে কার্যকরী নিয়মাবলীতে বলা হয়েছে যে, কেবলমাত্র ১৮ বছর থেকে শুরু করে ৪৫ বছর বয়সী ব্যক্তিরাই যুবশ্রী প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে, একটি পরিবার থেকে কেবলমাত্র একজন সদস্যই যুবশ্রী প্রকল্পের (Yuvasree Prakalpa) আওতায় আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এই প্রকল্পে আবেদনের পূর্বে আবেদনকারীকে তার নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অধীনে নথিভুক্ত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, যেসকল ব্যক্তিরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের অধীনে যেকোনো রকম ঋণ গ্রহণ করেছেন তারা কোনোভাবেই যুবশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না।

তাক লাগানো নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করলো জিও। রোজ পাওয়া যাবে আনলিমিটেড ডেটা সহ কলিংএর সুবিধা।

যুবশ্রী প্রকল্পের অধীনে কতো টাকার অনুদান পাওয়া যাবে?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, যুবশ্রী প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক ব্যক্তিকে প্রতিমাসে ১,৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এই অনুদানের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। প্রতি বছর ১ লক্ষ যুবক-যুবতীকে অনুদান দেওয়া হয়ে থাকে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি কি কি?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পরিবারের বার্ষিক আয়ের ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য, মাধ্যমিকের মার্কশিট, উচ্চমাধ্যমিকের মার্কশিট প্রয়োজন হয়ে থাকে। তবে যেসকল যুবক-যুবতীরা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর মার্কশিট প্রয়োজন।

আবাস যোজনায় আবার নতুন বাড়ির অনুমোদন। কারা পেতে চলেছেন বাড়ি জেনে নিন

এছাড়াও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদনের ক্ষেত্রে কোনোরকম সমস্যা হলে রাজ্য সরকারের তরফে কার্যকরী হেল্পলাইন নম্বর 03322376300 -এ যোগাযোগ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button